ঝাড়ু ঝড়ে সাফ কংগ্রেস

Spread the love

সৌম্যদ্বীপ দাস/সংবাদ সংস্থা: কংগ্রেসকে ছুঁড়ে ফেলে দিয়ে পাঞ্জাবের ক্ষমতায় আসতে চলেছে আম আদমি পার্টি। ১১৭ বিশিষ্ট বিধানসভা কেন্দ্রের মধ্যে ৮৮ টি আসনে এগিয়ে রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল। দিল্লির পর পাঞ্জাবে ঝাড়ু ঝড়। নির্বাচন কমিশন সূত্রে খবর, এখনও অবধি নিজেদের কেন্দ্রে পিছিয়ে রয়েছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং, নভজ্যোৎ সিং সিধু এবং মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। পাঞ্জাবে ১৩ টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। অর্থাৎ ম্যাজিক ফিগার করতে চলেছে আম আদমি পার্টি। খুব শীঘ্রই নিরঙ্কুশ সরকার গঠনের লক্ষ্যে তাঁরা। পাঞ্জাবে ৫ টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। ৮ টি আসনে এগিয়ে রয়েছে শিরোমণি আকালি দল। দু’টি আসনে এগিয়ে মায়াবতীর বহুজন সমজবাদী পার্টির বিএসপি। গত এক বছর ধরে কংগ্রেসের অন্দরে দ্বন্দ্ব বেড়েই চলেছিল। ক্যাপ্টেন অমরিন্দর সিংকে সরিয়ে চরণজিৎ চান্নিকে মুখ্যমন্ত্রী করা হয়। তাতেও সমস্যা মেটেনি। নভজ্যোৎ সিং সিধু ঘনিষ্ঠদের মধ্যে অসন্তোষ আরও বাড়তে শুরু করে এবারেও চান্নিকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করায়। কংগ্রেসের এই ঘরোয়া যুদ্ধে জায়গা করে নেয় আম আদমি পার্টি।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।