শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা: দেবের কথায় নিজের রেকর্ড নিজেই ভাঙলেন তিনি। টনিককে টেক্কা দিল কিশমিশ।দেব, রুক্মিণী অভিনীত ” কিশমিশ” মুক্তির পর থেকেই জয়জয়কার প্রেক্ষাগৃহে।শুধুই শহর নয়, শহরতলিতেও প্রথম দিন থেকে শুরু করে ‘হাউজফুল বোর্ড’ ঝুলছে সিনেমা হলে। হাসতে হাসতেই প্রযোজক দেব বলেন, ‘‘নতুন পরিচালক নিয়ে কাজ করেছি। অনেক দিন পরে ভালবাসার গল্প নিয়ে। এই ধরনের ছবি এখন প্রায় দেখাই যায় না। সব মিলিয়ে মনে হয়েছিল, বাজি ধরলে কেমন হয়? বলতে পারেন জুয়া খেলেছি, জিতেওছি।’’ এছাড়াও তিনি বলেন, “টনিক এর চার দিনের বক্স অফিস সমান কিশমিশের একদিনের বক্স অফিস। সব চেয়ে বড় কথা, এই প্রজন্ম আবার প্রেক্ষাগৃহমুখী। বাংলা ছবির দুনিয়ায় এর থেকে বড় খবর আর কী হতে পারে?” কলেজ পড়ুয়া থেকে শুরু করে সকলেই এখন মেতেছে ভিন্ন স্বাদের কিশমিশে। বলা যেতে পারে দেবের হাত ধরে আবারো একটি সোনার পালক যোগ হলো বাংলা সিনেমার ইতিহাসে।
শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা: দেবের কথায় নিজের রেকর্ড নিজেই ভাঙলেন তিনি। টনিককে টেক্কা দিল কিশমিশ।দেব, রুক্মিণী অভিনীত ” কিশমিশ” মুক্তির পর থেকেই জয়জয়কার প্রেক্ষাগৃহে।শুধুই শহর নয়, শহরতলিতেও প্রথম দিন থেকে শুরু করে ‘হাউজফুল বোর্ড’ ঝুলছে সিনেমা হলে। হাসতে হাসতেই প্রযোজক দেব বলেন, ‘‘নতুন পরিচালক নিয়ে কাজ করেছি। অনেক দিন পরে ভালবাসার গল্প নিয়ে। এই ধরনের ছবি এখন প্রায় দেখাই যায় না। সব মিলিয়ে মনে হয়েছিল, বাজি ধরলে কেমন হয়? বলতে পারেন জুয়া খেলেছি, জিতেওছি।’’ এছাড়াও তিনি বলেন, “টনিক এর চার দিনের বক্স অফিস সমান কিশমিশের একদিনের বক্স অফিস। সব চেয়ে বড় কথা, এই প্রজন্ম আবার প্রেক্ষাগৃহমুখী। বাংলা ছবির দুনিয়ায় এর থেকে বড় খবর আর কী হতে পারে?” কলেজ পড়ুয়া থেকে শুরু করে সকলেই এখন মেতেছে ভিন্ন স্বাদের কিশমিশে। বলা যেতে পারে দেবের হাত ধরে আবারো একটি সোনার পালক যোগ হলো বাংলা সিনেমার ইতিহাসে।