অঙ্কিতা মাইতি/ সংবাদ সংস্থা: বর্তমানে একাধিক উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার কাজ চলছে এর জন্য আমজনতার একটু হলেও ভোগান্তি হচ্ছেই। এরআগে ৫ দিন খিদিরপুর ফ্লাইওভার বন্ধ ছিল। যার জন্য অন্যপথ অবলম্বন করে যেতে গিয়ে সাধারণ মানুষ অনেক সমস্যায় ভোগেন। এইবারে বন্ধ রাখা হচ্ছে গড়িয়াহাট উড়ালপুল স্বাস্থ্য পরীক্ষার জন্য।২৫ মার্চ রাত ১০ টা থেকে শুরু হবে উড়ালপুলের বহনক্ষমতা পরীক্ষার কাজ। সেই সময় থেকে বন্ধ থাকবে উড়ালপুল। ২৯ তারিখ অর্থাৎ সোমবার সকাল ৬ টা পর্যন্ত যান চলাচলে নিষেধাজ্ঞা জারি থাকবে। কলকাতা পুলিশের পক্ষ থেকে এই ঘোষণা ইতিমধ্যেই করে দেওয়া হয়েছে। ফ্লাইওভার বন্ধ থাকার কারণে গড়িয়াহাট রোড দিয়ে ঘুর পথে চলাচল করবে যানবাহন। ৮০ বি, ২৩৪, ৩৭ এ, ১৩ সি/১, এসি ৫ রুটের বাসগুলি দেশপ্রিয় পার্কের ক্রসিং হয়ে ডানদিকে ঘুরে শরৎ বসু রোড, সাদার্ন অ্যাভিনিউ, গোলপার্ক হয়ে যাবে। কসবা, একডালিয়া মিনি বাসগুলি যাবে সুইনহো স্ট্রিট, কর্নফিল্ড স্ট্রিট, বিজন সেতু, আরবি অ্যাভেনিউ হয়ে।তিনদিন ব্যস্ত উড়ালপুল বন্ধ থাকার খবরে স্বাভাবিকভাবেই চিন্তায় শহরবাসী।
অঙ্কিতা মাইতি/ সংবাদ সংস্থা: বর্তমানে একাধিক উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার কাজ চলছে এর জন্য আমজনতার একটু হলেও ভোগান্তি হচ্ছেই। এরআগে ৫ দিন খিদিরপুর ফ্লাইওভার বন্ধ ছিল। যার জন্য অন্যপথ অবলম্বন করে যেতে গিয়ে সাধারণ মানুষ অনেক সমস্যায় ভোগেন। এইবারে বন্ধ রাখা হচ্ছে গড়িয়াহাট উড়ালপুল স্বাস্থ্য পরীক্ষার জন্য।২৫ মার্চ রাত ১০ টা থেকে শুরু হবে উড়ালপুলের বহনক্ষমতা পরীক্ষার কাজ। সেই সময় থেকে বন্ধ থাকবে উড়ালপুল। ২৯ তারিখ অর্থাৎ সোমবার সকাল ৬ টা পর্যন্ত যান চলাচলে নিষেধাজ্ঞা জারি থাকবে। কলকাতা পুলিশের পক্ষ থেকে এই ঘোষণা ইতিমধ্যেই করে দেওয়া হয়েছে। ফ্লাইওভার বন্ধ থাকার কারণে গড়িয়াহাট রোড দিয়ে ঘুর পথে চলাচল করবে যানবাহন। ৮০ বি, ২৩৪, ৩৭ এ, ১৩ সি/১, এসি ৫ রুটের বাসগুলি দেশপ্রিয় পার্কের ক্রসিং হয়ে ডানদিকে ঘুরে শরৎ বসু রোড, সাদার্ন অ্যাভিনিউ, গোলপার্ক হয়ে যাবে। কসবা, একডালিয়া মিনি বাসগুলি যাবে সুইনহো স্ট্রিট, কর্নফিল্ড স্ট্রিট, বিজন সেতু, আরবি অ্যাভেনিউ হয়ে।তিনদিন ব্যস্ত উড়ালপুল বন্ধ থাকার খবরে স্বাভাবিকভাবেই চিন্তায় শহরবাসী।