তৃণমূলে যোগ দিয়েই দলের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার

Spread the love

স্নেহা শেঠ/ সংবাদ সংস্থা:জল্পনায় সিলমোহর। আজ নজরুল মঞ্চে তৃণমূলের বৈঠকে যোগ দিলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। সেখানে আনুষ্ঠানিকভাবে ঘাসফুল শিবিরের সদস্য হলেন তিনি। গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বহিষ্কৃত বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। তৃণমূলের সাংগঠনিক বৈঠক (TMC Meeting)। এই বৈঠকে শাসক দলের তরফে নতুন রাজ্য কমিটি ঘোষণা করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata)। সেই বৈঠকে যোগ দিতে নজরুল মঞ্চে (Najrul Mancha Meeting) উপস্থিত বিক্ষুব্ধ বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। এদিন মমতার উপস্থিতিতেই তৃণমূলে যোগ দিলেন তিনি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস। এদিন শাসক শিবিরে যোগ দিয়েই রাজ্য সহ-সভাপতি নিযুক্ত করা হয়েছে তাঁকে।বেশ কিছুদিন ধরেই বিজেপির (BJP) সঙ্গে দূরত্ব বাড়ছিল জয়প্রকাশ মজুমদারের। প্রকাশ্যে দলবিরোধী মন্তব্য করছিলেন তিনি। যার জেরে শোকজের মুখে পড়তে হয় জয়প্রকাশকে। দলের সিদ্ধান্তে অবশেষে তাঁকে সাময়িক বরখাস্তও করে বিজেপি। যার জেরে দলের বিরুদ্ধে ক্ষোভ বাড়তে থাকে জয়প্রকাশের। একাধিকবার গোপনে শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক করেন তিনি। যার জেরে কানাঘুষো শুরু হয়েছিল যে, বিক্ষুব্ধ বিজেপিরা একজোট হচ্ছে। সম্প্রতি বিজেপির রাজ‍্য কমিটি থেকে বাদ দেওয়া হয়েছিল তাঁকে। এরপর প্রকাশ‍্যে বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে বারবার সরব হন তিনি। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে বিজেপি থেকে তাঁকে সাময়িক বহিষ্কার করা হয়। কিন্তু এরপরও দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছিলেন তিনি‌।শাসক দলের বিরুদ্ধে ওঠা ‘সন্ত্রাসের’ অভিযোগকে কিছুটা উড়িয়ে দিয়ে লকেট দাবি করেন, “শুধু সন্ত্রাস-সন্ত্রাস বললেই হবে না। নিজেদের দুর্বলতাটাও স্বীকার করতে হবে।” এই মন্তব্যের পর লকেটকে খোঁচাও দিতে ছাড়েননি বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। জয়প্রকাশের তৃণমূলে যোগ নিয়ে লকেট জানিয়েছেন, তিনি বুঝিয়েছিলেন। কিন্তু হঠাৎই এমন সিদ্ধান্ত নিয়েছেন বিজেপির এই পুরনো সৈনিক।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।