স্বর্ণালী মল্লিক/ সংবাদ সংস্থা: পর্যটকদের জন্য সুখবর। নতুন উপহার দিতে চলেছে দীঘা। শুধু সমুদ্র নয় আরও আকর্ষণও উপহার দেবে দীঘা। দীঘায় গড়ে উঠতে চলেছে ‘মিনি জু’। এরকমই কিছু নতুন প্রকল্প উপহার দিতে চলেছে রাজ্য সরকার। ইতিমধ্যে তার প্রাথমিক পরিকল্পনাও সম্পন্ন হয়ে গেছে। এই পরিকল্পনা অনুযায়ী নিউ দীঘার দত্তপুর এলাকায় এই চিড়িয়াখানা গড়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী, দীঘা-শংকরপুর উন্নয়ন সংস্থা এই পরিকল্পনা গড়ারে তোলার জন্য প্রায় ২৪ একর জমি বরাদ্দ করা হয়েছে। এই পরিকল্পনা গ্রহণের জন্য সেন্ট্রাল জু অথরিটির কাছে অনুমোদন পাঠানো হয়। যদি এই অনুমোদন পাওয়া যায় তাহলে দীঘার ‘মিনি জু’-তে যেমন একদিকে দেখা যাবে কুমীর, হরিণ, কচ্ছপ, তেমনই দেখা মিলবে বিভিন্ন প্রজাতির পাখিরও। তাছাড়াও থাকবে একাধিক চমক। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দীঘার পর্যটকদের কাছে তা আরো আকর্ষণীয় হয়ে উঠবে।
স্বর্ণালী মল্লিক/ সংবাদ সংস্থা: পর্যটকদের জন্য সুখবর। নতুন উপহার দিতে চলেছে দীঘা। শুধু সমুদ্র নয় আরও আকর্ষণও উপহার দেবে দীঘা। দীঘায় গড়ে উঠতে চলেছে ‘মিনি জু’। এরকমই কিছু নতুন প্রকল্প উপহার দিতে চলেছে রাজ্য সরকার। ইতিমধ্যে তার প্রাথমিক পরিকল্পনাও সম্পন্ন হয়ে গেছে। এই পরিকল্পনা অনুযায়ী নিউ দীঘার দত্তপুর এলাকায় এই চিড়িয়াখানা গড়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী, দীঘা-শংকরপুর উন্নয়ন সংস্থা এই পরিকল্পনা গড়ারে তোলার জন্য প্রায় ২৪ একর জমি বরাদ্দ করা হয়েছে। এই পরিকল্পনা গ্রহণের জন্য সেন্ট্রাল জু অথরিটির কাছে অনুমোদন পাঠানো হয়। যদি এই অনুমোদন পাওয়া যায় তাহলে দীঘার ‘মিনি জু’-তে যেমন একদিকে দেখা যাবে কুমীর, হরিণ, কচ্ছপ, তেমনই দেখা মিলবে বিভিন্ন প্রজাতির পাখিরও। তাছাড়াও থাকবে একাধিক চমক। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দীঘার পর্যটকদের কাছে তা আরো আকর্ষণীয় হয়ে উঠবে।