দুবাই ফেরত বিমানযাত্রীর জুতো থেকে উদ্ধার ২০ লক্ষ টাকার সোনা 

Spread the love

শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা: ২০ লক্ষ টাকার সোনা পাচারের অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি। জয়পুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে উদ্ধার হয় সোনা। জানা গেছে, দুবাই থেকে জুতোর মধ্যে লুকিয়ে সোনা নিয়ে এই ব্যক্তি ভারতে প্রবেশ করেন। আগে থেকে নিরাপত্তা কর্মীরা খবর না পেলেও,দুবাই থেকে আসা ওই ব্যক্তির আচরণ অদ্ভূত লেগেছিল তাদের। সেই থেকেই সন্দেহ হয় বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের ও আধিকারিকদের। নিরাপত্তারক্ষীরা দেখেন দুবাই ফেরত ওই বিমানযাত্রীর উদ্দেশ্যে আরও এক ব্যক্তি বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছেন। তাঁর সঙ্গে দেখা হতেই ওই বিমানযাত্রী অনেক জিনিসপত্র তার হাতে তুলে দিচ্ছে  এমনকি  তাঁর পায়ে থাকা জুতো জোড়াও খুলে ওই ব্যক্তিকে দিয়ে দেন। ব্যাস! তারপরেই  সন্দেহ হয় নিরাপত্তাকর্মীদের। এবং পরবর্তীকালে তিনি ধরাও পড়েন নিরাপত্তা কর্মীদের কাছে। বিমানযাত্রীকে তল্লাশি করে তাঁর জুতোর ভিতর থেকে একটি প্লাস্টিকে প্যাকেট উদ্ধার  হয়। সেই প্যাকেটের ভিতর পলিথিনের কতগুলি ক্যাপসুল পাওয়া যায়, যার মধ্যে  চকচকে সোনালী রঙের পেস্ট দেখতে পান নিরাপত্তারক্ষীরা। তা পর্যালোচনা পরে জানা যায় সেগুলি আসলে খাঁটি সোনা, কোনো ক্যাপসুল না। বিমান বন্দরের এক আধিকারিক জানিয়েছেন, উদ্ধার হওয়া সোনার পরিমাণ  ৩৬৯.৯০ গ্রাম। এই সোনা ৯৯.৫০ শতাংশ খাঁটি। তাই এর বাজারদর অনেকটাই  বেশি প্রায় ১৯ লাখ ৪৫ হাজার টাকা। সূত্রের খবর, এই ঘটনার পর থেকেই শুল্ক দফতর থেকে তল্লাশি শুরু হয় এবং এই ব্যক্তি কোনো আন্তর্জাতিক বড় চক্রের সঙ্গে যুক্ত আছেন কিনা তা নিয়ে চলছে খানাতল্লাশি।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।