নলপুরে রেল অবরোধ, ভোগান্তি

Spread the love

  নিজস্ব প্রতিবেদন: দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখায় নলপুর স্টেশনের কাছে রেল অবরোধ স্থানীয় বাসিন্দাদের। সময় সূচি মেনেই ট্রেন চালাতে হবে, এই দাবীতে যাত্রীরা রেললাইনে নেমে লোকাল ট্রেন দাঁড় করিয়ে বিক্ষোভ দেখান। রেল কর্মীদের সঙ্গেও তাদের বচসা চলে। রেলের তরফ থেকে বারবার মাইকিং করে অবরোধ তুলে নেওয়ার জন্য আবেদন করা হলেও তাতে কর্ণপাত করেনি অবরোধকারীরা। মঙ্গলবার সকাল সাড়ে ছটা নাগাদ ট্রেন অবরোধ শুরু করেন যাত্রীরা। তাদের অভিযোগ, পূর্ববর্তী সময়সূচী অনুযায়ী ট্রেন না চলার ফলে সমস্যায় পড়তে হচ্ছে। তাই অবিলম্বে লকডাউন পর্বের আগের সময়সূচী অনুযায়ী ট্রেন চালাতে হবে। যাত্রীদের দফায় দফায় এই অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে আরপিএফ, জিআরপি। তারা যাত্রীদের সঙ্গে কথা বলে রেল অবরোধ ওঠানোর চেষ্টা করেন। দফায় দফায় যাত্রীদের বিক্ষোভের কারণে ওই রুটে একাধিক ট্রেন বাতিল করে দেওয়া হয়। যাত্রীদের অভিযোগ, লকডাউনের আগে অনেক ট্রেন চলত ভোরের দিকে। কিন্তু, পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ার পরেও এখনও ভোরের দিকে কোনও ট্রেন পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র সকালে একটি ট্রেন পাওয়া যাচ্ছে। তাছাড়া অধিকাংশ ট্রেনই গ্যালোপিং করে দেওয়া হয়েছে। যার ফলে যাতায়াতে সমস্যা হচ্ছে যাত্রীদের। জানা গেছে, এই ট্রেন অবরোধের জেরে নলপুর স্টেশন‌ সহ বিভিন্ন স্টেশনে লোকাল ও দূরপাল্লার সব মালগাড়ি ট্রেন আটকে পড়ে। পাশাপাশি, রেল সূত্রের খবর, যাত্রীদের অবরোধের জেরে এখনও পর্যন্ত ১৭টি লোকাল ট্রেন এবং পাঁচটি দূরপাল্লার ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে যায়। প্রসঙ্গত, এর আগেও কলকাতা লাগোয়া জেলাগুলিতে লোকাল ট্রেন চালু হলেও নলপুর স্টেশনে ট্রেন না থামায় যাত্রীরা বিক্ষোভ দেখিয়েছিলেন। প্রতিবাদে ট্রেন অবরোধ করেছিলেন তারা। নলপুর স্টেশনে লোকাল ট্রেন দাঁড়ানোর দাবীও জানান তারা। তবে নলপুর স্টেশনে ট্রেন না দাঁড়ানোর কোনও বিজ্ঞপ্তি দেওয়া হয়নি।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।