শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা: উত্তর প্রদেশ সহ আরও ৪ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফলের ঘোষণা আজকে। সকাল ৮টা থেকে শুরু হয়েছে গণনা। লড়াই শুরু যোগী এবং অখিলেশের মধ্যে। বলা যেতে পারে, ভোটের ফলাফলের পাখির চোখ উত্তরপ্রদেশ হয়ে উঠেছে। উত্তরপ্রদেশের মোট আসন ৪০৩টি এর মধ্যে স্বাভাবিক ভাবেই বিজেপি এগিয়ে রয়েছে ২৫৩ টি আসনে, সমাজবাদী পার্টির দখল করেছে ১২১ টি আসন। প্রথম থেকেই হওয়া ভারি বিজেপির দিকে। বিরোধী পার্টির উপর জল ঢেলে দিয়েছে বিজেপি ।পাঁচটি রাজ্যের মধ্যে সবথেকে জাতপাত নিয়ে জলঘোলা হয় উত্তর প্রদেশেই তাই এটাও বলা যায় উত্তরপ্রদেশের ভোটের ফলাফল অনেকটা জাতপাতের নিরিখেও ঘটে । সমীক্ষা অনুযায়ী- মুসলিম ভোট রয়েছে:১৯ % যাদব ভোট রয়েছে:৭% কুর্মি ভোট রয়েছে:৫% কুশওয়াহ ভোট রয়েছে: ৪% ব্রাম্ভন ভোট রয়েছে: ১১% রাজপুত ভোট রয়েছে:৫% জাতভ ভোট রয়েছে:১২% পাসি ভোট রয়েছে:৪% উত্তরপ্রদেশের মানুষের বেকারত্ব , দ্রব্যের মূল্য বৃদ্ধি এইদিকে পাত্তা না দিয়ে, জাতিগত ভোট ই হল তুরুপের তাস উত্তরপ্রদেশের। অনেক আগেই আমরা দেখেছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সমর্থন উত্তরপ্রদেশের সমাজবাদ পার্টির দিকেই। লখনউ এর সিংহাসন দখল করবে কি? শেষ হাসি তাহলে কি বিজেপি আসবে? দীর্ঘ পাঁচ বছর রাজত্বের পর উত্তরপ্রদেশ কী আরো একবার সাক্ষী থাকবে যোগী রাজত্বের? সব কিছু প্রশ্নের উত্তর এখন সময়ই দেবে।
শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা: উত্তর প্রদেশ সহ আরও ৪ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফলের ঘোষণা আজকে। সকাল ৮টা থেকে শুরু হয়েছে গণনা। লড়াই শুরু যোগী এবং অখিলেশের মধ্যে। বলা যেতে পারে, ভোটের ফলাফলের পাখির চোখ উত্তরপ্রদেশ হয়ে উঠেছে। উত্তরপ্রদেশের মোট আসন ৪০৩টি এর মধ্যে স্বাভাবিক ভাবেই বিজেপি এগিয়ে রয়েছে ২৫৩ টি আসনে, সমাজবাদী পার্টির দখল করেছে ১২১ টি আসন। প্রথম থেকেই হওয়া ভারি বিজেপির দিকে। বিরোধী পার্টির উপর জল ঢেলে দিয়েছে বিজেপি ।পাঁচটি রাজ্যের মধ্যে সবথেকে জাতপাত নিয়ে জলঘোলা হয় উত্তর প্রদেশেই তাই এটাও বলা যায় উত্তরপ্রদেশের ভোটের ফলাফল অনেকটা জাতপাতের নিরিখেও ঘটে । সমীক্ষা অনুযায়ী- মুসলিম ভোট রয়েছে:১৯ % যাদব ভোট রয়েছে:৭% কুর্মি ভোট রয়েছে:৫% কুশওয়াহ ভোট রয়েছে: ৪% ব্রাম্ভন ভোট রয়েছে: ১১% রাজপুত ভোট রয়েছে:৫% জাতভ ভোট রয়েছে:১২% পাসি ভোট রয়েছে:৪% উত্তরপ্রদেশের মানুষের বেকারত্ব , দ্রব্যের মূল্য বৃদ্ধি এইদিকে পাত্তা না দিয়ে, জাতিগত ভোট ই হল তুরুপের তাস উত্তরপ্রদেশের। অনেক আগেই আমরা দেখেছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সমর্থন উত্তরপ্রদেশের সমাজবাদ পার্টির দিকেই। লখনউ এর সিংহাসন দখল করবে কি? শেষ হাসি তাহলে কি বিজেপি আসবে? দীর্ঘ পাঁচ বছর রাজত্বের পর উত্তরপ্রদেশ কী আরো একবার সাক্ষী থাকবে যোগী রাজত্বের? সব কিছু প্রশ্নের উত্তর এখন সময়ই দেবে।