পুরভোটে বিপুল জয়ের পর টুইট-বার্তা মমতার

Spread the love

  নিজস্ব প্রতিবেদন :বুধবার দুপুর সওয়া ১টা নাগাদ যখন পুরসভা ভোটের গণনা থেকে সম্ভাব্য ফলাফল প্রায় নিশ্চিত, তখন পরপর দু’টি টুইট করেন মমতা। জয়ী যে হচ্ছেন, সে ব্যাপারে সারা রাজ্যের কারও কোনও সন্দেহ ছিল না। কৌতূহল ছিল, কী ভাবে জিতবেন। বুধবারের গণনা এবং ফলপ্রকাশের পর যখন দেখা গেল, রাজ্যের ১০৮টি পুরসভার মধ্যে ১০০টিরও বেশি পুরসভায় এগিয়ে রয়েছে তৃণমূল, তখন টুইট করে দলের জয়ী প্রার্থীদের অভিনন্দন জানালেন তৃণমূলের সর্বময় নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অভিনন্দনের পাশাপাশিই জয়ী সৈনিকদের মমতার পরামর্শ এবং সতর্কবার্তা, ‘এই জয় যেন আমাদের আরও দায়িত্ববান এবং নম্র হতে শেখায়।’ অর্থাৎ বিপুল জয়ের ফলে যেন দলের কর্মীরা অতিরিক্ত আত্মবিশ্বাসে না ভোগেন। যেন তাঁরা ভুলে না যান, মানুষের জন্যই তাঁরা এই জায়গায় পৌঁছেছেন। নিজেদের দায়িত্ব পালনে যেন তাঁরা চ্যুত না হন।রাজ্যজুড়ে তৃণমূলের জয় জয়াকারের পর ট্যুইট করে মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি জানালেন মা-মাটি-মানুষকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছেন তিনি, আরও একটা বিপুল জয়ের জন্য তিনি সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছেন।মা-মাটি মানুষকে আন্তরিক কৃতজ্ঞতা। আরও একটা বিপুল জয়ের জন্য সবাইকে কৃতজ্ঞতা জানাই। পুরভোটে জয়ী প্রার্থীদের সবাইকে অভিনন্দন’। ‘জয় আমাদের দায়িত্ববোধ ও দায়বদ্ধতা বাড়াক। জয়ী হয়েও আমরা যেন বিনয়ী থাকতে পারি।আসুন সবাই মিলে একসঙ্গে রাজ্যের শান্তি, উন্নতি ও উন্নয়নের লক্ষ্যে কাজ করি।’ এর পরেই দ্বিতীয় টুইটে মমতা লেখেন, ‘এই জয় যেন আমাদের দায়িত্ববোধ বৃদ্ধি করে। মানুষের প্রতি আমাদের আনুগত্য বৃদ্ধি করে। জয় যেন আমাদের আরও নত হতে শেখায়।’ মমতা লেখেন, ‘আসুন, আমরা একসঙ্গে শান্তিপূর্ণ ভাবে উন্নয়ন এবং সমৃদ্ধির লক্ষ্যে কাজ করি’। মমতা তাঁর অভিনন্দনজ্ঞাপক টুইট শেষ করেন ‘জয় বাংলা’ লিখে|কলকাতা ও রাজ্যের চার পুরনিগমের ভোটের মতোই ১০৮ টি পুরসভার ভোটেও উত্তর থেকে দক্ষিণে শুধু তৃণমূলের জয় জয়াকার। ভোটের আগেই দিনহাটা পুরসভা দখল করেছিল তৃণমূল। আজ ভোট গণনা শুরু হতেই শুরু হয় সবুজ ঝড়। একের পর এক পুরসভায় চলতে থাকে ঘাসফুল ঝড়। এমনকি মতুয়া গড়ে পর্যন্ত তৃণমূলের জয় জয়াকার, শুভেন্দু অধিকারীর গড় কাঁথিতেও তৃণমূলের জয় জয়াকার। খড়গপুরেও বোর্ড গঠন করবে তৃণমূল। এই পরিস্থিতিতে মানুষকে ধন্যবাদ দিলেন তৃণমূল নেত্রী।সেই প্রেক্ষিতে মমতার টুইটে ‘নম্রতা’, ‘আনুগত্য’ ইত্যাদি শব্দ ব্যবহারকে অনেকেই গুরুত্ব দিচ্ছেন। পাশাপাশিই দলের একাংশ বলছে, দলনেত্রী যে কোনও ভোটের ফলাফলের পরেই দলের নেতা-কর্মীদের এই পরামর্শ দিয়ে থাকেন। পাশাপাশিই তাঁদের দাবি, পুরভোটে তৃণমূলের বিরুদ্ধে যে গোলমাল করার অভিযোগ উঠেছে, তা অনেক ক্ষেত্রেই ‘ষড়যন্ত্রমূলক’ এবং ভোটে এঁটে উঠতে না-পেরে বিরোধীদের অভিযোগে ফিরিস্তি। বিক্ষিপ্ত কিছু গোলমাল হয়েছে। কিন্তু রাজ্য জুড়ে যে পরিমাণ বুথে ভোট হয়েছে, সেটি তার ১ শতাংশও নয়! ফলে দলনেত্রী মমতার টুইটকে বিরোধীদের অভিযোগের সঙ্গে গুলিয়ে ফেলা ঠিক হবে না।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।