
স্নেহা শেঠ/ সংবাদ সংস্থা: প্রথম সপ্তাহেই লক্ষ্মীলাভ শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় -এর নতুন ছবি বেলাশুরু| তবে অপ্রত্যাশিত নয়, সপ্তাহান্তেই প্রায় হাউজফুল ছিল ১৫০টি শো। লক্ষ্মীলাভের দিকে চোখ রাখলে দেখা যাচ্ছে, প্রথম দিনে ‘বেলাশুরু’ ব্যবসা করেছে ৩৫ লাখের। দ্বিতীয়দিনে সেই ব্যবসা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ লাখে। তৃতীয় দিনে ‘বেলাশুরু’ ব্যবসা করেছে ৬১ কোটি টাকার। সপ্তাহের শেষে ‘বেলাশুরু’-র আয় ১.৪১ কোটি। ডিস্ট্রিবিউটর রাজকুমার দামানি জানান, মোট ১০৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘বেলাশুরু’। নন্দনেও শো পেয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্ত অভিনীত ছবিটি। সবমিলিয়ে প্রথম দিনে ৩৫ লক্ষ টাকার ব্যবসা হয়েছে। যা উইকএন্ডে আরও বাড়বে বলেই আশা।শুধু ‘বেলাশুরু’র সাফল্য নয়, গোটা বাংলা সিনেমা জগতের সাফল্য বলেই মনে করেন ছবির অন্যতম পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় |তাঁর মতে, ‘বেলাশুরু’র এই সাফল্য সৌমিত্র-স্বাতীলেখা জুটির ম্যাজিকের জোরে।ছবির গল্প অনুযায়ী, অ্যালজাইমার্সে আক্রান্ত আরতির স্মৃতি ফেরানোর চেষ্টা করছে বিশ্বনাথ। আর সেই আগলে রাখা দেখে সোহিনীর যেন মনে পড়ে যায় বাবা রুদ্রপ্রসাদ আর মা স্বাতীলেখার রসায়ন। সোহিনী বলছেন, ‘মা যখন অসুস্থ ছিলেন, বাবা ঠিক এভাবেই মায়ের যত্ন করেছেন। ঠিক একদম এভাবেই।গতকাল ছিল স্বাতীলেখা সেনগুপ্তের জন্মদিন। সেইদিনই সোশ্যাল মিডিয়ায় প্রযোজনা সংস্থার তরফ থেকে একটি ভিডিও ভাগ করে নেওয়া হয়েছিল। প্রযোজনা সংস্থা উইন্ডোজ-এর তরফ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে স্বাতীলেখা সেনগুপ্তের একটি ভিডিও। ৪ মিনিটের সেই ভিডিও দেখতে দেখতে যেন ভুলেই যেতে হয়, যে মানুষটা ঠোঁটে হাসি মাখিয়ে কথা বলে চলেছেন অনর্গল, ছবি মুক্তির দিনটা দেখা হল না তাঁর।
