
সৌমিতা খাঁ ও স্নেহা শেঠ/ সংবাদ সংস্থা : আবারও নক্ষত্র পতন টলিউডে। অভিনয় ছিল তাঁর প্রাণ। লাইট, ক্যামেরা, অ্যাকশন নিয়ে বাঁচতেন তিনি। শ্যুট করতে করতেই চলে গেলেন জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। বয়স ছিল মাত্র ৫৮ বছর। রাত ১.১০ মিনিটে তার প্রয়াত হয়েছে। জানা গিয়েছে , গত দু-তিন দিন ধরে পেটের সমস্যায় ভুগছিলেন তিনি। গতকাল একটি চ্যানেলের শুটিংয়ে ছিলেন। বুধবার রিয়েলিটি শো-তে তিনি অংশও নিয়েছিলেন। সেখানেই অসুস্থ হয়ে পড়েন। বেশ কয়েকবার বমি করেন। অবস্থার অবনতি হচ্ছে দেখে সকলে তাকে হাসপাতালে নিয়ে যেতে চাইলেও, তিনি হাসপাতালে যেতে চাননি বলে জানা গেছে। বাড়ি থেকেই তাঁর চিকিৎসা করানো হবে বলে জানান অভিষেক। বাড়ি নিয়ে আসার সাথে সাথেই তার চিকিৎসা চালু করা হয়। সেলাইনও চলছিল। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মাঝরাতেই তিনি চিরনিদ্রায় চলে গেলেন। অভিষেক চট্টোপাধ্যায় এর এমন আকস্মিক প্রয়াণে শোকাচ্ছন্ন টলি জগৎ । টলি পর্দার তিনি একজন জনপ্রিয় অভিনেতা ছিলেন। বাংলা চলচ্চিত্র জগৎকে তিনি একের পর এক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। এক সময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পালদের সঙ্গে একসারিতে নাম উঠে আসত তাঁর। তাঁদের সমসাময়িক সময়ে বহু চলচ্চিত্রে তিনি নায়কের অভিনয় করেছেন। উৎপল দত্ত, সন্ধ্যা রায়ের মতো প্রতিভাশালী অভিনেতাদের সঙ্গে পর্দায় দেখা গিয়েছে তাঁকে। শতাব্দি রায়, ঋতুপর্ণা সেনগুপ্তর মতো সমসাময়িক প্রথম সারির অভিনেত্রীদের সঙ্গেও চুটিয়ে কাজ করেছেন। এমনকি ছোট পর্দার অনেক মেগা সিরিয়ালও করেছেন। অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ টলিউড। আজই তাঁর শেষকৃত্য হবে বলে জানা গেছে।