সৌমিতা খাঁ/ সংবাদ সংস্থা : প্রয়াত হলেন বলিউডের খ্যাতনামা অভিনেতা এবং চিত্রনাট্যকার শিব সুব্রহ্মণ্যম। মাত্র ৫২ বছর বয়স হয়েছিল তাঁর। গতকাল রাতে তার মৃত্যু হয়। জানা গিয়েছে, দু মাস আগেই তার ১৬ বছরের ছেলে জাহান এর মৃত্যু হয়। ব্রেন টিউমারে আক্রান্ত ছিল সে। কার্যত ছেলের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারেননি অভিনেতা এবং তার স্ত্রী। অভিনেতার মৃত্যুর কারণ এখন অবধি জানা যায়নি। সোমবার সকালে অভিনেতা আয়েশা রাজ মিশ্র এই দুঃখের খবর শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। শেষবার শিব সুব্রহ্মণ্যম কে দেখা গিয়েছিল সানিয়া মালহোত্রার বাবার চরিত্রে ‘ মিনাক্ষী সুন্দরেশ্বর ‘ ছবিতে। ১৯৮৯ সালে বিধু বিনোদ চোপড়ার ‘পরিন্দা’ ছবির চিত্রনাট্য লিখেছিলেন শিব কুমার সুব্রহ্মণ্যম। এই ছবির সঙ্গেই বলিউডে পা রেখেছিলেন তিনি। অনিল কাপুর, জ্যাকি শ্রফ, মাধুরী দীক্ষিত, নানা পাটকর অভিনীত বেশ কয়েকটি ছবি, ‘১৯৪২: এ লাভ স্টোরি’, ‘হাজারো খোয়াইস অ্যায়সি’র মতো বেশ কয়েকটি জনপ্রিয় ছবির চিত্রনাট্য লিখেছিলেন তিনি। পাশাপাশি বেশ কয়েকটি ছবিতে অভিনয়ও করেছিলেন তিনি। তারই মধ্যে উল্লেখযোগ্য ‘টু স্টেটস'(2 States)। আলিয়া ভাটের বাবার চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। রানি মুখোপাধ্যায়ের ‘হিচকি’ ছবিতেও দেখা যায় তাঁকে। এছাড়া ‘মুক্তি বন্ধন’ নামক ধারাবাহিকেও অভিনয় করেছেন শিব সুব্রহ্মণ্যম।
সৌমিতা খাঁ/ সংবাদ সংস্থা : প্রয়াত হলেন বলিউডের খ্যাতনামা অভিনেতা এবং চিত্রনাট্যকার শিব সুব্রহ্মণ্যম। মাত্র ৫২ বছর বয়স হয়েছিল তাঁর। গতকাল রাতে তার মৃত্যু হয়। জানা গিয়েছে, দু মাস আগেই তার ১৬ বছরের ছেলে জাহান এর মৃত্যু হয়। ব্রেন টিউমারে আক্রান্ত ছিল সে। কার্যত ছেলের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারেননি অভিনেতা এবং তার স্ত্রী। অভিনেতার মৃত্যুর কারণ এখন অবধি জানা যায়নি। সোমবার সকালে অভিনেতা আয়েশা রাজ মিশ্র এই দুঃখের খবর শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। শেষবার শিব সুব্রহ্মণ্যম কে দেখা গিয়েছিল সানিয়া মালহোত্রার বাবার চরিত্রে ‘ মিনাক্ষী সুন্দরেশ্বর ‘ ছবিতে। ১৯৮৯ সালে বিধু বিনোদ চোপড়ার ‘পরিন্দা’ ছবির চিত্রনাট্য লিখেছিলেন শিব কুমার সুব্রহ্মণ্যম। এই ছবির সঙ্গেই বলিউডে পা রেখেছিলেন তিনি। অনিল কাপুর, জ্যাকি শ্রফ, মাধুরী দীক্ষিত, নানা পাটকর অভিনীত বেশ কয়েকটি ছবি, ‘১৯৪২: এ লাভ স্টোরি’, ‘হাজারো খোয়াইস অ্যায়সি’র মতো বেশ কয়েকটি জনপ্রিয় ছবির চিত্রনাট্য লিখেছিলেন তিনি। পাশাপাশি বেশ কয়েকটি ছবিতে অভিনয়ও করেছিলেন তিনি। তারই মধ্যে উল্লেখযোগ্য ‘টু স্টেটস'(2 States)। আলিয়া ভাটের বাবার চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। রানি মুখোপাধ্যায়ের ‘হিচকি’ ছবিতেও দেখা যায় তাঁকে। এছাড়া ‘মুক্তি বন্ধন’ নামক ধারাবাহিকেও অভিনয় করেছেন শিব সুব্রহ্মণ্যম।