স্নেহা শেঠ/ সংবাদ সংস্থা: গত পাঁচদিনের মধ্যে এই নিয়ে চতুর্থ বার। ফের বাড়িয়ে দেওয়া হল পেট্রোল এবং ডিজেলের দাম। শনিবার দুটির দামই লিটারপ্রতি ৮০ পয়সা করে বেড়েছে। তেল সংস্থাগুলির দাবি কাঁচামালের দাম বেড়ে যাওয়ার কারণে তেলের দাম বাড়াতে হচ্ছে। কয়েকদিন আগেই মূল্যবৃদ্ধির ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চার রাজ্যে জয়ের পরেই তিনি বলেন, রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের কারনে দুনিয়া জুড়ে সব জিনিসের দাম বাড়ছে। ভারতেও যার প্রভাব পড়ছে। আর এরপরেই জ্বালানির দাম বাড়ে।গত ১০ মার্চ, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পর থেকেই তেলের দাম বৃদ্ধি নিয়ে জল্পনা শুরু হয়। সেই জল্পনাই আপাতত সত্যি হচ্ছে। শহর কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম এখন বেড়ে হয়েছে ১০৭.৯৮ টাকা। ডিজেলের নয়া দাম হয়েছে ৯৩.০৮ টাকা। গত পাঁচ দিনে এই নিয়ে মোট ৩ টাকা ২০ পয়সা করে বাড়ল লিটার প্রতি পেট্রোল এবং ডিজেলের দাম। পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির জেরে বাজারে ফের অন্যান্য পণ্যের দাম বাড়াবে বলে অর্থনীতিবিদদের আশঙ্কা। রুশ-ইউক্রেন যুদ্ধের জেরে দেশের বাজারে সমস্ত পণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধি ঘটেছে। লকডাউনের জেরে দেশে বেকারত্ব স্বাধীনতার পর সর্বোচ্চ স্তরে রয়েছে। এই পরিস্থিতিতে চড়া মূল্যবৃদ্ধি মানুষকে সাঁড়াশি আক্রমণের মুখে ফেলেছে।
স্নেহা শেঠ/ সংবাদ সংস্থা: গত পাঁচদিনের মধ্যে এই নিয়ে চতুর্থ বার। ফের বাড়িয়ে দেওয়া হল পেট্রোল এবং ডিজেলের দাম। শনিবার দুটির দামই লিটারপ্রতি ৮০ পয়সা করে বেড়েছে। তেল সংস্থাগুলির দাবি কাঁচামালের দাম বেড়ে যাওয়ার কারণে তেলের দাম বাড়াতে হচ্ছে। কয়েকদিন আগেই মূল্যবৃদ্ধির ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চার রাজ্যে জয়ের পরেই তিনি বলেন, রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের কারনে দুনিয়া জুড়ে সব জিনিসের দাম বাড়ছে। ভারতেও যার প্রভাব পড়ছে। আর এরপরেই জ্বালানির দাম বাড়ে।গত ১০ মার্চ, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পর থেকেই তেলের দাম বৃদ্ধি নিয়ে জল্পনা শুরু হয়। সেই জল্পনাই আপাতত সত্যি হচ্ছে। শহর কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম এখন বেড়ে হয়েছে ১০৭.৯৮ টাকা। ডিজেলের নয়া দাম হয়েছে ৯৩.০৮ টাকা। গত পাঁচ দিনে এই নিয়ে মোট ৩ টাকা ২০ পয়সা করে বাড়ল লিটার প্রতি পেট্রোল এবং ডিজেলের দাম। পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির জেরে বাজারে ফের অন্যান্য পণ্যের দাম বাড়াবে বলে অর্থনীতিবিদদের আশঙ্কা। রুশ-ইউক্রেন যুদ্ধের জেরে দেশের বাজারে সমস্ত পণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধি ঘটেছে। লকডাউনের জেরে দেশে বেকারত্ব স্বাধীনতার পর সর্বোচ্চ স্তরে রয়েছে। এই পরিস্থিতিতে চড়া মূল্যবৃদ্ধি মানুষকে সাঁড়াশি আক্রমণের মুখে ফেলেছে।