
শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা: ফের চোখ রাঙাচ্ছে এলপিজি (LFG)।৭ই মে- র পর ফের বাড়ল রান্নার গ্যাসের দাম আবারও নাজেহাল জনসাধারণ। বর্তমানে ৩ টাকা বেড়ে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৯ টাকা। এর আগে ৭ মে, ৫০ টাকা বেড়ে হাজারের গণ্ডি পার করেছিল এলপিজি দাম এরপর ১২ দিনের মাথায় দাম আবারো মূল্যবৃদ্ধি রান্নার গ্যাসের।পাশাপাশি, হোটেল-রেস্তোরাঁয় ব্যবহারের ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দামও সাড়ে ৮ টাকা বেড়ে ২ হাজার ৪৫৪ টাকা হয়েছে। সাথে পেট্রোলের দামও ১১৫ টাকার ওপরে এবং সেঞ্চুরির দোরগোড়ায় ডিজেল।।
