ফের বৃষ্টির শঙ্কা রাজ্যে

Spread the love

ফের বৃষ্টির শঙ্কা রাজ্যে নিজস্ব প্রতিবেদন: ফের বৃষ্টির পূর্বাভাস রাজ্যে। সকালটা রোদ দিয়ে শুরু হলেও বেলা বড়তেই মুখভার করেছে আকাশ। বৃহস্পতি ও শুক্রবার রাজ্যের বেশিরভাগ জেলায় বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সকালে সামান্য কুয়াশা এবং পরে পরিষ্কার আকাশ। ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে বৃহস্পতিবার হালকা ও শুক্রবার মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া এবং কলকাতায়। উপকূলের জেলাগুলিতে মেঘলা আকাশ হলেও বৃষ্টির সম্ভাবনা কম। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং-এ বৃষ্টি চলবে। বৃহস্পতিবার সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলায় বৃষ্টির সম্ভাবনা দু’দিন ধরে। শুক্রবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে উত্তরবঙ্গেও। এদিকে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর পশ্চিম ভারতে। এর ফলে মঙ্গলবার দিনভর বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু-কাশ্মীর এবং লাদাখে। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর-পশ্চিম ভারতের পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং উত্তরপ্রদেশের একাংশে। আগামী ২৪ ঘণ্টায় হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে দিল্লি, হরিয়ানা এবং চণ্ডীগড়ে। এর পরে ক্রমশ মধ্য ভারতের পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।