বকটুইয়ের ঘটনায় রাজ্যকে সাহায্যের আশ্বাস মোদির

Spread the love

স্নেহা শেঠ/ সংবাদ সংস্থা: বীরভূমের বকটুইয়ের ঘটনা নিয়ে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী বলেন, এই ঘটনায় কেন্দ্র রাজ্যকে সব ধরনের সাহায্য করবে। আশা করি রাজ্য সরকার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবে। তবে বিজেপি এই ঘটনাকে হাতিয়ার করে রাজ্যে ৩৫৬-র দাবি তুলেছে। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে সেই প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন। রাজনৈতিকমহল বিষয়টিকে একটু অন্যভাবেই দেখছে। তাঁদের মতে, প্রধানমন্ত্রী সতর্কভাবেই ৩৫৬-র প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন। কার্যত রাজ্য বিজেপি নেতৃত্বের দাবিকে তিনি কোনওভাবেই গুরুত্ব দিতে চাইছেন না।বুধবার দিল্লি থেকে ভার্চুয়ালি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের একটি প্রদর্শনীর উদ্বোধন করেন মোদি। সেই অনুষ্ঠানে তিনি বকটুইয়ের ঘটনা নিয়ে সরব হন। ঘটনাকে তিনি নিন্দনীয় বলে আখ্যা দেন। সেই সঙ্গে রাজ্য সরকারের ওপর আস্থা রেখে তাঁর আশা, রাজ্যের শাসক দোষীদের শাস্তি দেবে। তিনি বলেন, “পশ্চিমবঙ্গের বীরভূমের হিংসার ঘটনায় আমি সমবেদনা জানাচ্ছি। দোষীদের ধরতে যে সাহায্যই লাগুক না কেন, কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যকে সবরকম সহযোগিতা করা হবে। আমার আশা যে রাজ্য সরকার দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করবে। আর যারা এই দুষ্কৃতীদের উৎসাহিত করছে, তাদেরও রেয়াত করা হবে না।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।