
স্বর্ণালী মল্লিক/ সংবাদ সংস্থা: মঙ্গলবার রাতে রেল কর্তৃপক্ষের তরফ থেকে রেলের জমিতে তৈরি হওয়া বেসরকারি স্কুল গুঁড়িয়ে দিল। ঘটনাটি ঘটে, এই স্কুলটি আসানসোল সিটি বাস স্ট্যান্ড লাগোয়া যোগী বাবা মোড়ের বিবেকানন্দ স্কুল। তবে কিছুদিন আগে স্কুলের মধ্যে থাকা বেঞ্চ সহ অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করে রেল কর্তৃপক্ষ। তারপরই মঙ্গলবার রাতে বুলডোজার চালিয়ে স্কুল ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় রেল কর্তৃপক্ষের তরফ থেকে। তাছাড়াও আসানসোল রেল ডিভিশনের যে সব জায়গায় অবৈধ দখলদার রয়েছে তাদেরকেও নোটিশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। সেই নোটিশের মাধ্যমে সমস্ত দখলদারকে সরে যাওয়ার জন্য বলা হয়েছে। আসানসোল রেল ডিভিশন এর তরফ থেকে একের পর এক দখল করা রেলের জমি এবং রেল কোয়ার্টারে খালি করার উদ্যোগী হয়েছে।তবে স্কুলটি গুঁড়াতে রেল প্রশাসন আরপিএফ এবং রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে আর্থ মুভার ব্যবহার করা হয়।
