
সৌমিতা খাঁ/ সংবাদ সংস্থা: পরমব্রত চট্টোপাধ্যায় এর নতুন ছবি ‘ বৌদি ক্যান্টিন ‘ মুক্তি পাবে। ছবির প্রধান অভিনেত্রী থাকবেন শুভশ্রী গাঙ্গুলি। আজই অভিনেত্রী ছবির নিজের একটা ছবি নিজের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। আর ক্যাপশনে লিখেছেন ‘ পৌলমী আসছে প্রত্যেক মেয়েদের মনের কথা নিয়ে। #বৌদিক্যান্টিন #নারীরক্ষমতায়ন(women empowerment) #নারীত্ব(womenhood) ‘ । বাস্তব জীবনের ঘটনা থেকে অনুপ্রেরণা নিয়েই এই ছবি। বৌদি ক্যান্টিন ছবির অনুপ্রেরণা কলকাতার মেয়ে, শেফ আসমা খান। কলকাতা থেকে কয়েকহাজার কিলোমিটার দূরে লন্ডনে সে এখন একাধিক রেস্তরাঁর মালিক। সেই চরিত্রের অনুপ্রেরণাতেই অভিনয় করবেন অভিনেত্রী। তাঁর স্বামীর চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে, শাশুড়ির চরিত্রে অভিনয় করবেন অনুসূয়া মজুমদার। ছবির মুক্তি কবে সেটা এখনো প্রকাশ্য হয়নি।