
অঙ্কিতা মাইতি/ সংবাদ সংস্থা: ভারতীয় দলের ভবিষ্যত অধিনায়ক হওয়ার উপাদান আছে উইকেট-রক্ষক তথা ব্যাটসম্যান ঋষভ পন্ত। অন্তত তেমনটাই বলছেন প্রাক্তন তারকা ক্রিকেটার রিকি পন্টিং। বর্তমান ভারত অধিনায়কের সঙ্গে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্তের মিল খুঁজে পেয়েছেন দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং।মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল ১৫-এর উদ্বোধনী ম্যাচের প্রাক্কালে পন্টিং একটি ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে বলেছেন, ‘আগামীদিনে ঋষভ ভারতের অধিনায়ক হতে পারে। পাশাপাশি অধিনায়ক হলে যে সফলও হবে, সেই ব্যাপারে আমার কোনও সন্দেহ নেই।’ তিনি আরও জানান, এই তরুণ কিপারের উত্থান বড়ই নায়কীয়। কয়েকবছরের মধ্যেই দিল্লি সহ ভারতীয় দলের অনেক দায়িত্ব নিতে শিখেছে। যা ওকে দিনের পর দিন আরো অভিজ্ঞ করে তুলছে , একসঙ্গে নেতৃত্বেও অনেকটা উন্নতি দেখা যাচ্ছে।