ভারত সফরে চিনা বিদেশমন্ত্রী ওয়াংই

Spread the love

সৌম্যদ্বীপ দাস/ সংবাদ সংস্থা: দিল্লি আসছেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। বিদেশ মন্ত্রক সূত্রে পাওয়া খবর অনুসারে শুক্রবার ভারতে আসছেন তিনি। ভারতের বিদেশমন্ত্রী সুব্রহ্মণিয়ম জয়শঙ্করের সঙ্গে তিনি  বৈঠক করবেন। গালওয়ানের ঘটনার পর এই প্রথম চিনের বিদেশমন্ত্রী দিল্লি আসছেন। রুশ-ইউক্রেন সংঘাতের প্রেক্ষিতেও তাঁর এই সফর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। যদিও ভারতের বিদেশ মন্ত্রক থেকে সরকারিভাবে এই সফর নিয়ে কিছু বলা হয়নি। দুই বিদেশমন্ত্রীর মধ্যে এর আগে বৈঠক হয়েছিল দু বার। প্রথমবার ২০২০-তে মস্কোয় এবং পরের বছর তাজিকিস্তানের দুশানবেতে।লক্ষ্য করার মতো বিষয় হল রুশ-ইউক্রেন সংঘাতের আবহেই ভারত সফরে আসছেন চিনের বিদেশমন্ত্রী। দিল্লি এবং বেজিং উভয়ে কিন্তু রুশ আগ্রাসন নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি। দুই বিদেশমন্ত্রীর বৈঠকে রুশ-ইউক্রেন সংঘাত নিয়ে কোনও আলোচনা হয় কি না, সে দিকে তাকিয়ে সব পক্ষ।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।