স্নেহা শেঠ/ সংবাদ সংস্থা: আবারও লাউড স্পিকার ইস্যুতে হুঙ্কার ছাড়লেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরে। রবিবার মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে একটি বিশাল সমাবেশে ভাষণ দিতে গিয়ে আবারও এই প্রসঙ্গের উত্থাপন করেন এমএনএস সুপ্রিমো। এদিন মসজিদগুলিকে হুমকি দিয়ে তিনি বলেন, আগামী ৪ মের মধ্যে লাউডস্পিকারগুলি সরিয়ে না ফেললে ‘ডবল পাওয়ার’ এ হনুমান চালিসা বাজানো হবে। মুম্বইয়ের শিবাজী পার্কের একটা সভায় রাজ ঠাকরে বলেন, “আমি প্রার্থনার বিপক্ষে নই। তবে মসজিদ থেকে লাউডস্পিকার সরানোর বিষয়ে সরকারের উচিত কোনও সিদ্ধান্ত নেওয়া। আমি শেষবারের মতো বলছি…” তিনি আরও বলেন, “কেন সমজিদের সামনে জোরে লাউডস্পিকার বাজবে? যদি এটা বন্ধ না হয়, তবে এবার মসজিদের বাইরেও একটা লাউডস্পিকার বসবে এবং সেখানে জোরে জোরে হনুমান চলিশা বাজবে।” এদিন রাজ ঠাকরে বলেন, ‘ইদ ৩ মে। আমি উত্সব নষ্ট করতে চাই না। কিন্তু ৪ মের পর আমরা আর শুনব না।যদি আপনারা আমাদের দাবি না বোঝেন, যদি আমাদের দাবি পূরণ না হয় তাহলে আমরা আমাদের মতন সমাধানের রাস্তা বেছে নেব। ৪ মে থেকে মোটেই চুপ করে বসে থাকব না। যদি লাউডস্পিকার সরানো না হয় তাহলে আমরাও দেখাবো মহারাষ্ট্রের ক্ষমতা কতখানি।’
স্নেহা শেঠ/ সংবাদ সংস্থা: আবারও লাউড স্পিকার ইস্যুতে হুঙ্কার ছাড়লেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরে। রবিবার মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে একটি বিশাল সমাবেশে ভাষণ দিতে গিয়ে আবারও এই প্রসঙ্গের উত্থাপন করেন এমএনএস সুপ্রিমো। এদিন মসজিদগুলিকে হুমকি দিয়ে তিনি বলেন, আগামী ৪ মের মধ্যে লাউডস্পিকারগুলি সরিয়ে না ফেললে ‘ডবল পাওয়ার’ এ হনুমান চালিসা বাজানো হবে। মুম্বইয়ের শিবাজী পার্কের একটা সভায় রাজ ঠাকরে বলেন, “আমি প্রার্থনার বিপক্ষে নই। তবে মসজিদ থেকে লাউডস্পিকার সরানোর বিষয়ে সরকারের উচিত কোনও সিদ্ধান্ত নেওয়া। আমি শেষবারের মতো বলছি…” তিনি আরও বলেন, “কেন সমজিদের সামনে জোরে লাউডস্পিকার বাজবে? যদি এটা বন্ধ না হয়, তবে এবার মসজিদের বাইরেও একটা লাউডস্পিকার বসবে এবং সেখানে জোরে জোরে হনুমান চলিশা বাজবে।” এদিন রাজ ঠাকরে বলেন, ‘ইদ ৩ মে। আমি উত্সব নষ্ট করতে চাই না। কিন্তু ৪ মের পর আমরা আর শুনব না।যদি আপনারা আমাদের দাবি না বোঝেন, যদি আমাদের দাবি পূরণ না হয় তাহলে আমরা আমাদের মতন সমাধানের রাস্তা বেছে নেব। ৪ মে থেকে মোটেই চুপ করে বসে থাকব না। যদি লাউডস্পিকার সরানো না হয় তাহলে আমরাও দেখাবো মহারাষ্ট্রের ক্ষমতা কতখানি।’