
সংবাদ সংস্থা: দু’বছর পর সোমবার শুরু হচ্ছে মাধ্যমিক। আগের মতোই পরীক্ষাকেন্দ্রে গিয়ে পরীক্ষা দেবে পড়ুয়ারা। ও দিকে, প্রশ্নপত্র ফাঁস রুখতে স্পর্শকাতর এলাকায় পরীক্ষার আগে থেকেই বন্ধ থাকবে ইন্টারনেট। পরীক্ষার দিনগুলোতে ওই এলাকায় চার ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকবে ইন্টারনেট। হোয়াটসঅ্যাপে প্রশ্ন ফাঁস রুখতে পরীক্ষার দিনগুলিতে সকাল ১১টা থেকে বিকেল ৩.১৫টে পর্যন্ত ওইসব এলাকায় ইন্টারনেট পরিষেবা নিয়ন্ত্রিত হবে।সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, মূলত উত্তরবঙ্গের বিভিন্ন জেলার একাধিক ব্লকে নিয়ন্ত্রিত হবে ইন্টারনেট পরিষেবা। এর মধ্যে রয়েছে মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, বীরভূম এবং দার্জিলিং। পরিষেবা নিয়ন্ত্রিত হবে ৭-৯ মার্চ, ১১ এবং ১২ মার্চ, ১৪-১৬ মার্চ। তবে ফোনকল, এসএমএসের উপর কোনো নিষেধাজ্ঞা জারি থাকবে না। এ ছাড়া মোবাইল ফোন, স্মার্ট ঘড়ি, বৈদ্যুতিন যন্ত্রপাতি নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না পরীক্ষার্থীরা।