সৌম্যদ্বীপ দাস/ সংবাদ সংস্থা: রাশিয়ার থেকে অপরিশোধিত তেল কেনা নিয়ে আগেই ভারতকে হুঁশিয়ারি দিয়েছিল আমেরিকা। এবার সেই হুঁশিয়ারি উপেক্ষা করেই রাশিয়ার কাছ থেকে ৩ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেলের চুক্তি সাক্ষরিত করল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। যুদ্ধের বাজারে যখন অপরিশোধিত তেলের দাম বাড়ছে হু হু করে সেখানে আন্তর্জাতিক বাজারের তুলনায় ভারতকে বিশেষ ছাড় দিল রাশিয়া। যদিও এটা দুই কোম্পানির মধ্যে চুক্তি বলেই জানানো হচ্ছে। এধরনের লেনদেনকে রাজনীতিকরণ করা উচিত নয়। তবে আমেরিকার কথায়, কম দামে রাশিয়ার সঙ্গে চুক্তি করে আসলে ভারত রাশিয়াকে সমর্থন করছে। সূত্রের খবর, বিশেষ শর্তসাপেক্ষে রাশিয়ার কোম্পানির সঙ্গে অপরিশোধিত তেলের চুক্তি ভারতকে লাভ দেবে। উল্লেখ্য, গত ২৪ দিন ধরে ইউক্রেনের ওপর হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাশিয়ার এই সিদ্ধান্তের চরম বিরোধিতা জানিয়ে একের পর এক কড়া পদক্ষেপ নিয়েছে আমেরিকা সহ ইউরোপের অন্যান্য দেশগুলি। যার ফলে আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে চলেছে মস্কো। তাই অন্যান্য দেশগুলির সঙ্গে কম দামে অপরিশোধিত তেলের চুক্তি সারতে চাইছেন তাঁরা। এমনিতেও ভারতে ৮০ শতাংশ কাজের ক্ষেত্রে খনিজ তেলের ব্যবহার হয়ে থাকে। তাই কম দামে বিশেষ শর্ত সাপেক্ষে যে কোনও দেশের সঙ্গে চুক্তিবদ্ধ হতে রাজি কেন্দ্র। কেন্দ্রের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছেন, গত ২৪ দিন ধরে ইউক্রেনের ওপর হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। রাশিয়ার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। কত পরিমাণ তেলের জন্য রাশিয়ার সঙ্গে চুক্তি হয়েছে তা খুব শীঘ্রই জানানো হবে।
সৌম্যদ্বীপ দাস/ সংবাদ সংস্থা: রাশিয়ার থেকে অপরিশোধিত তেল কেনা নিয়ে আগেই ভারতকে হুঁশিয়ারি দিয়েছিল আমেরিকা। এবার সেই হুঁশিয়ারি উপেক্ষা করেই রাশিয়ার কাছ থেকে ৩ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেলের চুক্তি সাক্ষরিত করল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। যুদ্ধের বাজারে যখন অপরিশোধিত তেলের দাম বাড়ছে হু হু করে সেখানে আন্তর্জাতিক বাজারের তুলনায় ভারতকে বিশেষ ছাড় দিল রাশিয়া। যদিও এটা দুই কোম্পানির মধ্যে চুক্তি বলেই জানানো হচ্ছে। এধরনের লেনদেনকে রাজনীতিকরণ করা উচিত নয়। তবে আমেরিকার কথায়, কম দামে রাশিয়ার সঙ্গে চুক্তি করে আসলে ভারত রাশিয়াকে সমর্থন করছে। সূত্রের খবর, বিশেষ শর্তসাপেক্ষে রাশিয়ার কোম্পানির সঙ্গে অপরিশোধিত তেলের চুক্তি ভারতকে লাভ দেবে। উল্লেখ্য, গত ২৪ দিন ধরে ইউক্রেনের ওপর হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাশিয়ার এই সিদ্ধান্তের চরম বিরোধিতা জানিয়ে একের পর এক কড়া পদক্ষেপ নিয়েছে আমেরিকা সহ ইউরোপের অন্যান্য দেশগুলি। যার ফলে আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে চলেছে মস্কো। তাই অন্যান্য দেশগুলির সঙ্গে কম দামে অপরিশোধিত তেলের চুক্তি সারতে চাইছেন তাঁরা। এমনিতেও ভারতে ৮০ শতাংশ কাজের ক্ষেত্রে খনিজ তেলের ব্যবহার হয়ে থাকে। তাই কম দামে বিশেষ শর্ত সাপেক্ষে যে কোনও দেশের সঙ্গে চুক্তিবদ্ধ হতে রাজি কেন্দ্র। কেন্দ্রের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছেন, গত ২৪ দিন ধরে ইউক্রেনের ওপর হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। রাশিয়ার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। কত পরিমাণ তেলের জন্য রাশিয়ার সঙ্গে চুক্তি হয়েছে তা খুব শীঘ্রই জানানো হবে।