মিতালী এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু 

Spread the love

স্বর্ণালী মল্লিক/ সংবাদ সংস্থা: ভ্রমণ প্রেমীদের জন্য সুখবর। আর অপেক্ষা করার দরকার নেই। ১ জুন থেকে চালু হতে চলেছে এনজেপি-ঢাকা ক্যান্টনমেন্ট রুটের মিতালী এক্সপ্রেস। এবার টিকিট বিক্রি শুরু হয়ে গেল তার। তবে এই ট্রেনের টিকিট বুকিং- র জন্য মোবাইল অ্যাপ অথবা অনলাইনে মিলবে না। প্রসঙ্গত, কখনও করোনার প্রকোপের কারণে আবার কখনও বা বিদেশ মন্ত্রকের আপত্তিতে ঘোষণার পরেও ট্রেন শুরু করা যায়নি। এবার রেলের তরফে চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বুধবার সকাল ১১টা ৪৫ মিনিটে এনজেপি থেকে ছাড়বে এই এক্সপ্রেস। আনুষ্ঠানিকভাবে ভারত এবং বাংলাদেশের রেলমন্ত্রীরা ‘ভার্চুয়াল’ভাবে প্রক্রিয়ায় ট্রেন চলাচলের উদ্বোধন করবেন। সেবার উদ্বোধনের পরেই করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। উত্তরপূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দত্ত বলেন, “বুধবার এবং রবিবার এনজেপি থেকে মিতালী এক্সপ্রেস ছাড়বে এবং ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বৃহস্পতি এবং সোমবার ছাড়বে। ১ জুন এনজেপিতে একটি উদ্বোধনী অনুষ্ঠান হবে। তাতে দু’দেশের দুই রেলমন্ত্রী ভার্চুয়াল পদ্ধতিতে যোগ দেবেন।” এই এক্সপ্রেস ট্রেনের টিকিট পাওয়া যাবে নিউ জলপাইগুড়ি এবং কলকাতা স্টেশন থেকে। আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে চলাচলকারী এই ট্রেনের টিকিট কাটতে পাসপোর্ট ও ভিসা-সহ নানা প্রমাণপত্র দেখাতে হবে। সে কারণে শুধুমাত্র বৈদেশিক কাউন্টার রয়েছে, এমন স্টেশন থেকেই মিতালী এক্সপ্রেসের টিকিট মিলবে। দশ কামরার এই ট্রেনে দু’টি পণ্যবাহী কামরা এবং জেনারেটর থাকছে। বাকি সবক’টি কামরাই বাতানুকূল। আটটি বাতানুকূল কামরার মধ্যে চারটি প্রথম শ্রেণির এবং বাকি চারটি চেয়ার কার। নতুন কোচ দিয়ে ট্রেন চলাচল শুরু হবে। সবক’টি কামরায় অত্যাধুনিক নানা পরিষেবা থাকবে।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।