
সৌম্যদ্বীপ দাস/ সংবাদ সংস্থা: রাশিয়ার অভিযানে বিধ্বস্ত গোটা ইউক্রেন। এরই মধ্যে শুক্রবার ইউক্রেনের পড়শি দেশ পোল্যান্ডে যাবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার পোল্যান্ড সফরের আগে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে। রাশিয়ার হামলার কারণে ইউক্রেনের অসংখ্য শরণার্থী পোল্যান্ডে আশ্রয় নিয়েছেন। তাঁদের সঙ্গে দেখা করবেন বাইডেন। হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে রাশিয়ার বিরুদ্ধে একজোট হোক ইউরোপের দেশগুলি। সে কারণেই ইউরোপ সফরে পাড়ি দেবেন জো বাইডেন। যুদ্ধবিধস্বস্ত ইউক্রেন নিয়ে সক্রিয় মনোভাব দেখায়নি ন্যাটো। ক্রেমলিনের বিরুদ্ধে লড়াই ব্যক্তিগত ভাবে পাশে দাঁড়াতে চাইছে কয়েকটি দেশ। পোল্যান্ড তার মধ্যে অন্যতম। এর আগে ইউক্রেনকে যুদ্ধে সাহায্য করতে মিগ ২৯ যুদ্ধবিমান পাঠানোর প্রস্তাব দিয়েছিল পোল্যান্ড। আমেরিকার বিমানবন্দর ব্যবহার করার আবেদন জানায় তারা। কিন্তু সেই প্রস্তাব খারিজ করে দেয় আমেরিকা। হোয়াইট হাউজের তরফে জানানো হয়েছে, পোল্যান্ডের রাষ্ট্রপতি আমাদের বন্ধু। কীভাবে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার অযৌক্তিক এবং অপ্রস্তুত যুদ্ধ মানবিক ও মানবাধিকার সংকট তৈরি করছে, তা নিয়ে আলোচনা করবেন দুই দেশের প্রধান। এছাড়াও ন্যাটো, জি সেভেন এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট।