নিজস্ব প্রতিবেদন: ইউক্রেনে রুশ আগ্রাসনে নিষিদ্ধ ভ্যাকুয়াম বোমার ব্যবহার করার অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে। আগ্রাসন শুরুর পঞ্চম দিনে সোমবার ইউক্রেনে নিষিদ্ধ এই অস্ত্র দিয়ে হামলা চালায় রাশিয়া বলে অভিযোগ এনেছে ইউক্রেন। সোমবার মার্কিন আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠকের পর জাতিসংঘে নিযুক্ত ইউক্রেনের দূত ওকসানা মারকারোভা এ দাবি করেন। সাংবাদিকদের তিনি বলেন, “ইউক্রেনে হামলা চালাতে রাশিয়া আজ ভ্যাকুয়াম বোমার ব্যবহার করেছে। জেনেভা কনভেনশনের মাধ্যমে এই বোমার ব্যবহার নিষিদ্ধ।” সাধারণত, প্রচলিত গোলাবারুদ ব্যবহার করা হয় না ভ্যাকুয়াম বোমায় বা থার্মোবারিক অস্ত্রগুলোতে। উচ্চ-তাপমাত্রার অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ এবং চাপ তরঙ্গ তৈরি করতে থার্মোবারিক অস্ত্র বা ভ্যাকুয়াম বোমাগুলো সাধারণত বায়ু থেকে অক্সিজেন টেনে নেয়। এই ধরনের অস্ত্রগুলোর বিস্ফোরণের মাধ্যমে সৃষ্ট তরঙ্গ প্রচলিত অন্য ঘনীভূত বিস্ফোরকের তুলনায় উল্লেখযোগ্যভাবে দীর্ঘস্থায়ী হয়ে থাকে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের তথ্য অনুযায়ী, রুশ প্রজাতন্ত্র চেচনিয়ায় এর আগে এই ধরনের অস্ত্রের ব্যবহার করেছে। এছাড়া গত শনিবার রাশিয়ার বেলগোরোড শহরের কাছে একটি থার্মোবারিক রকেট লঞ্চার দেখার খবর জানিয়েছিল মার্কিন গণমাধ্যম সিএনএন। এই অস্ত্রগুলি মাধ্যমে গোটা এলাকার অক্সিজেন শুষে নেওয়ার ক্ষমতা রাখে। প্রসঙ্গত, প্রথমে রাশিয়া সাধারণের ওপর হামলা চালাবার কথা অস্বীকার করলেও ধীরে ধীরে খোলাসা হচ্ছে ইউক্রেনের সাধারণ নাগরিকদের ওপর রাশিয়ার অত্যাচারের কথা। রাশিয়ার এই বোমা ব্যবহার ইউক্রেনের সাধারণ মানুষের ওপর রাশিয়ার বর্বরতার আরও এক প্রমান সামনে নিয়ে এল বলেই মত বিশেষজ্ঞদের।
নিজস্ব প্রতিবেদন: ইউক্রেনে রুশ আগ্রাসনে নিষিদ্ধ ভ্যাকুয়াম বোমার ব্যবহার করার অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে। আগ্রাসন শুরুর পঞ্চম দিনে সোমবার ইউক্রেনে নিষিদ্ধ এই অস্ত্র দিয়ে হামলা চালায় রাশিয়া বলে অভিযোগ এনেছে ইউক্রেন। সোমবার মার্কিন আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠকের পর জাতিসংঘে নিযুক্ত ইউক্রেনের দূত ওকসানা মারকারোভা এ দাবি করেন। সাংবাদিকদের তিনি বলেন, “ইউক্রেনে হামলা চালাতে রাশিয়া আজ ভ্যাকুয়াম বোমার ব্যবহার করেছে। জেনেভা কনভেনশনের মাধ্যমে এই বোমার ব্যবহার নিষিদ্ধ।” সাধারণত, প্রচলিত গোলাবারুদ ব্যবহার করা হয় না ভ্যাকুয়াম বোমায় বা থার্মোবারিক অস্ত্রগুলোতে। উচ্চ-তাপমাত্রার অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ এবং চাপ তরঙ্গ তৈরি করতে থার্মোবারিক অস্ত্র বা ভ্যাকুয়াম বোমাগুলো সাধারণত বায়ু থেকে অক্সিজেন টেনে নেয়। এই ধরনের অস্ত্রগুলোর বিস্ফোরণের মাধ্যমে সৃষ্ট তরঙ্গ প্রচলিত অন্য ঘনীভূত বিস্ফোরকের তুলনায় উল্লেখযোগ্যভাবে দীর্ঘস্থায়ী হয়ে থাকে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের তথ্য অনুযায়ী, রুশ প্রজাতন্ত্র চেচনিয়ায় এর আগে এই ধরনের অস্ত্রের ব্যবহার করেছে। এছাড়া গত শনিবার রাশিয়ার বেলগোরোড শহরের কাছে একটি থার্মোবারিক রকেট লঞ্চার দেখার খবর জানিয়েছিল মার্কিন গণমাধ্যম সিএনএন। এই অস্ত্রগুলি মাধ্যমে গোটা এলাকার অক্সিজেন শুষে নেওয়ার ক্ষমতা রাখে। প্রসঙ্গত, প্রথমে রাশিয়া সাধারণের ওপর হামলা চালাবার কথা অস্বীকার করলেও ধীরে ধীরে খোলাসা হচ্ছে ইউক্রেনের সাধারণ নাগরিকদের ওপর রাশিয়ার অত্যাচারের কথা। রাশিয়ার এই বোমা ব্যবহার ইউক্রেনের সাধারণ মানুষের ওপর রাশিয়ার বর্বরতার আরও এক প্রমান সামনে নিয়ে এল বলেই মত বিশেষজ্ঞদের।