শুক্রবারে সামান্য স্বস্তি শেয়ার বাজারে, থামল রক্তক্ষরণ

Spread the love

  নিজস্ব প্রতিবেদন: একদিনেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ধাক্কা সামালে নিল দালাল স্ট্রিট। বৃহস্পতিবার যে সব শেয়ার সূচকে রেকর্ড হারে পতন দেখা গিয়েছিল, শুক্রবার সেগুলিই ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিল। এদিন সকালে বাজার খুলতেই একধাক্কায় ১ হাজার ৩০০ পয়েন্টের বেশি উত্থান হয় সেনসেক্সে। শুক্রবার সকালেই বাজার খুলতেই একধাক্কায় কিছুটা বেড়েছে সূচক। গতকাল স্টক মার্কেট প্রায় ২৮০০ পয়েন্ট পড়ে বন্ধ হয়েছিল। নিফটি পড়েছিল ৮৪২ পয়েন্ট। আজ অর্থাত্‍ শুক্রবার তা ঘুরে দাঁড়িয়েছে, যার ফলে চাঙ্গা বাজার। শুক্রবার সকালেই বম্বে স্টক এক্সচেঞ্চের সূচক ৮৭৬ পয়েন্ট বেড়ে ৫৫৩২১ পয়েন্টে খোলে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্চের সূচক নিফটি ২৯৭ পয়েন্ট বেড়ে ১৬৫১৫ স্তরে খুলেছে। বাজার খোলার পর সূচকে ধারাবাহিকভাবে আজ চাঙ্গাভাব দেখা যাচ্ছে। দুপুর ১১.৩০ নাগাদ সূচক পয়েন্ট রয়েছে ৫৬,০২০ পয়েন্টে। গতকাল লাল রেখার নীচে থাকা শেয়ার গুলি ধীরে ধীরে উঠছে। গত বৃহস্পতিবার বাজার খোলার সময় দালাল স্ট্রিটের সূচক (Sensex) এক ধাক্কায় প্রায় দেড় হাজার পয়েন্ট পড়ে যায়। ১৪৫৮ পয়েন্ট কমে তা এসে দাঁড়ায় ৫৫,৭৭৪-এ। ভয়াবহ সেই রক্তক্ষরণের পর এদিন ঘুরে দাঁড়াল দেশের শেয়ার বাজার।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।