শেষ হচ্ছে ‘অপরেশন গঙ্গা’

Spread the love

সৌম্যদ্বীপ দাস/ সংবাদ সংস্থা: ২২ তারিখ থেকে শুরু হয়েছে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার অভিযান। ১৪ দিন পর এবার সেই উদ্ধার অভিযান শেষ করতে চলেছে ভারত। ৯ তারিখ শেষ হচ্ছে অপারেশন গঙ্গা। সূত্রের খবর, আগামীকালই দেশে ফিরছেন ইউক্রেনে থাকা ভারতীয় আধিকারিকরা।সরকারী পরিসংখ্যান অনুযায়ী, ২২ ফেব্রুয়ারি থেকে এখনও অবধি প্রায় ১৮ হাজার ভারতীয় পড়ুয়াদের ফেরানো সম্ভব হয়েছে। গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রাশিয়া সীমান্ত সুমি থেকে দেশে ফিরছেন ভারতীয় পড়ুয়ারা। সূত্রের খবর, নরেন্দ্র মোদির দুটি ফোন আটকে থাকা পড়ুয়াদের ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।একটি ফোন ভ্লোদিমির জেলেনিস্কি ও অন্যটি পুতিনকে। এরপরেই মস্কো এবং কিয়েভের তরফে মানবিক করিডোর করা হয়। মঙ্গলবার সুমি থেকে পলটোভাতে আনা হয় পড়ুয়াদের। গোটা প্রক্রিয়া চলাকালীন রুশ এবং ইউক্রেনের বিদেশমন্ত্রকের সঙ্গে অবিরত যোগাযোগ জারি রেখেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।