
স্বর্ণালী মল্লিক/ সংবাদ সংস্থা: গত দু’বছর ধরে করোনা আবহে অতিক্রম করার পর বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল। শনিবার সেরাম ইনস্টিটিউটের প্রধান কোভিশিল্ডের নতুন দাম ঘোষণা করেন। গোটা দেশ জুড়ে ১৮ ও তার বেশি বয়সিদের ‘বুস্টার ডোজ’ দেওয়ার অনুমোদন দেয় মোদি সরকার। আগামী রবিবার থেকে সেই কর্মসূচি শুরু হচ্ছে। এমনকি বেসরকারি হাসপাতালে পাওয়া যাবে ‘বুস্টার ডোজ’। আদর পুনাওয়ালার ঘোষণা অনুযায়ী, কোভিশিল্ডের দাম ৬০০ টাকা বর্তমানে ২২৫ টাকা হল। যদিও এপ্রসঙ্গে সেরাম কর্তা জানিয়েছেন, কেন্দ্রের সাথে আলোচনার করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধুমাত্র কোভিশিল্ড ছাড়াও ভারত বায়োটেকের কোভ্যাক্সিনেরও দাম কমছে। বায়োটেকের জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর সুচিত্রা এল্লা ঘোষণা করেন, এতদিন বেসরকারি হাসপাতালে কোভ্যাক্সিনের দাম ছিল ১২০০ টাকা। বর্তমানে এই করোনা টিকার দাম হল ২২৫ টাকা।