শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা: কোয়াদ সামিটে যোগ দিতে ২৩ এবং ২৪ মে জাপান সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।”হর হর মোদি”, স্লোগানে মোদিকে স্বাগত প্রবাসীদের। অস্ট্রেলিয়া, জাপান, আমেরিকা এবং ভারতকে নিয়ে গঠিত হয়েছে এই কোয়াদ। তাই কোয়াদ সামিটে যোগ দেবার জন্য জাপানের টোকিও বিমানবন্দরে হাজির হন প্রধানমন্ত্রী। সেই টোকিও বিমানবন্দরে মোদিকে স্বাগতম জানাতে উপস্থিত ছিলেন জাপানের অনেক প্রবাসী ভারতীয়রাও । প্রধানমন্ত্রীর বিদেশের মাটিতে দর্শন পাওয়া মাত্রই “হর হর মোদি”, “মোদি মোদি”, “বন্দে মাতরম” এবং “ভারত মাতা কি জয়” স্লোগানে তাকে বরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন ভাষায় “স্বাগত” শব্দ লেখা প্ল্যাকার্ড হাতে দেখা গেছে শিশুদের হোটেল নিউ ওটানিতে।
শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা: কোয়াদ সামিটে যোগ দিতে ২৩ এবং ২৪ মে জাপান সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।”হর হর মোদি”, স্লোগানে মোদিকে স্বাগত প্রবাসীদের। অস্ট্রেলিয়া, জাপান, আমেরিকা এবং ভারতকে নিয়ে গঠিত হয়েছে এই কোয়াদ। তাই কোয়াদ সামিটে যোগ দেবার জন্য জাপানের টোকিও বিমানবন্দরে হাজির হন প্রধানমন্ত্রী। সেই টোকিও বিমানবন্দরে মোদিকে স্বাগতম জানাতে উপস্থিত ছিলেন জাপানের অনেক প্রবাসী ভারতীয়রাও । প্রধানমন্ত্রীর বিদেশের মাটিতে দর্শন পাওয়া মাত্রই “হর হর মোদি”, “মোদি মোদি”, “বন্দে মাতরম” এবং “ভারত মাতা কি জয়” স্লোগানে তাকে বরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন ভাষায় “স্বাগত” শব্দ লেখা প্ল্যাকার্ড হাতে দেখা গেছে শিশুদের হোটেল নিউ ওটানিতে।