অঙ্কিতা মাইতি/ সংবাদ সংস্থা: মনোনয়নপত্র জমা দিলেন বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী বাবুল সুপ্রিয়।তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক দেবাশিষ কুমার এবং দু’জন কাউন্সিলর বৈশ্বানর চট্টোপাধ্যায় এবং সুদর্শনা ঘোষ। বালিগঞ্জে বাবুল তৃণমূল প্রার্থী হওয়ার পর থেকে গেরুয়া শিবির থেকে কটাক্ষ চলছে। মনোনয়ন জমা দিয়ে তিনি বলেন, ‘আসানসোলে আমি চ্যালেঞ্জ নিয়ে গিয়েছিলাম। আর যা করার করে দেখিয়েছি। আমাকে সরিয়ে দেওয়ার সময়ে এটাই দেখানো হয়েছিল, বাবুল সুপ্রিয়র পারফরমেন্স খারাপ। আমি মাথা উঁচু করে থাকার লোক। তাই মেনে নিইনি। এখন পুরনো কথা উঠবে তাতে সমস্যা নেই। কারণ আমার মানসিকতায় কোনও পরিবর্তন আসবে না।’ মনোনয়নের দিনেও মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন সকলকে সঙ্গে নিয়ে মন দিয়ে কাজ করবেন, সুব্রত মুখোপাধ্যায়ের কথা মাথায় রেখে কাজ করবেন। নেত্রীর আস্থার মর্যাদা দেবেন।
অঙ্কিতা মাইতি/ সংবাদ সংস্থা: মনোনয়নপত্র জমা দিলেন বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী বাবুল সুপ্রিয়।তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক দেবাশিষ কুমার এবং দু’জন কাউন্সিলর বৈশ্বানর চট্টোপাধ্যায় এবং সুদর্শনা ঘোষ। বালিগঞ্জে বাবুল তৃণমূল প্রার্থী হওয়ার পর থেকে গেরুয়া শিবির থেকে কটাক্ষ চলছে। মনোনয়ন জমা দিয়ে তিনি বলেন, ‘আসানসোলে আমি চ্যালেঞ্জ নিয়ে গিয়েছিলাম। আর যা করার করে দেখিয়েছি। আমাকে সরিয়ে দেওয়ার সময়ে এটাই দেখানো হয়েছিল, বাবুল সুপ্রিয়র পারফরমেন্স খারাপ। আমি মাথা উঁচু করে থাকার লোক। তাই মেনে নিইনি। এখন পুরনো কথা উঠবে তাতে সমস্যা নেই। কারণ আমার মানসিকতায় কোনও পরিবর্তন আসবে না।’ মনোনয়নের দিনেও মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন সকলকে সঙ্গে নিয়ে মন দিয়ে কাজ করবেন, সুব্রত মুখোপাধ্যায়ের কথা মাথায় রেখে কাজ করবেন। নেত্রীর আস্থার মর্যাদা দেবেন।