
স্নেহা শেঠ/ সংবাদ সংস্থা: দক্ষিণ পূর্ব চিনে ভেঙে পড়ল একটি বিমান। চিনের উওজোউ শহরের কাছে গুয়াংগজি এলাকায় বিমানটি ভেঙে পড়ে। পাহাড়ের মধ্যে জঙ্গলে ঘেরা ওই এলাকায় বিমানটি ভেঙে পড়ার পর আগুন লেগে যায় জঙ্গলে। ১৩৩ জন যাত্রী ছিলেন বিমানটিতে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, এই দুর্ঘটনায় কারও বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। ভারতীয় সময় সোমবার দুপুরে দুর্ঘটনার খবরটি জানা যায়। চীনের সরকারি টিভি চ্যানেল সিসিটিভি সম্প্রচার করে খবরটি। দুর্ঘটনাগ্রস্ত বিমানটি চীনের যাত্রীবাহী বিমান সংস্থা চায়না ইস্টার্ন প্যাসেঞ্জারে বোয়িং-৭৩৭ বিমান।স্পষ্ট নয় হতাহতের সংখ্যা। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ইতিমধ্যেই এলাকায় উদ্ধারকাজ শুরু হয়েছে।