
সৌমিতা খাঁ/ সংবাদ সংস্থা : আগামী ৩০ এপ্রিল ২০২২ সালের প্রথম আংশিক সূর্য গ্রহণ হতে চলেছে। গ্রহণ শুরু বেলা ১২টা বেজে ১৫ মিনিটে। সর্বাধিক গ্রহণ বেলা ২টো ১১ মিনিটে। গ্রহণ সমাপ্ত বিকেল ৪টে ৭ মিনিটে। পরবর্তী সূর্য গ্রহণ ২০২২ সালের ২৫ অক্টোবর। পৃথিবী থেকে দেখা চাঁদের দ্বারা সূর্যের ডিস্কের ৫৪ শতাংশ আড়াল করবে। এই গ্রহণ ভারত থেকে দেখা যাবে না। দক্ষিণ আমেরিকা, দক্ষিণ ও পশ্চিম আমেরিকা, ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে। ২০২২ সালে মোট ৪টি গ্রহণ রয়েছে। যার মধ্যে ২টি সূর্যগ্রহণ এবং ২টি চন্দ্রগ্রহণ। ৪টি গ্রহণের মধ্যে ২টি গ্রহণ আগামী কয়েক দিনের মধ্যে ঘটতে চলেছে।