অঙ্কিতা মাইতি/ সংবাদ সংস্থা: প্রথমবার রূপালী পর্দায় জুটি বাঁধতে দেখা যাবে সোহম – স্বস্তিকাকে। একজন সাধারণ গৃহবধূর অসাধারণ হয়ে ওঠাকে কেন্দ্র করেই অর্জুন দত্তের “শ্রীমতী”। কেএসএস বা কান সিং সোধার প্রযোজনায় মুক্তি পাচ্ছে এই ছবিটি। ছবির মুখ্যভূমিকায় স্বস্তিকা মুখোপাধ্যায় , সোহম চক্রবর্তী ছাড়াও এই সিনেমার হাত ধরে বড়পর্দায় প্রথম পা রাখতে চলেছে তৃণা সাহা। ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে বরখা বিস্ত সেনগুপ্তকে।ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির একটি গান ‘শোন শোন’ এবং নতুন এই গানটি গেয়েছেন সোমলতা।
অঙ্কিতা মাইতি/ সংবাদ সংস্থা: প্রথমবার রূপালী পর্দায় জুটি বাঁধতে দেখা যাবে সোহম – স্বস্তিকাকে। একজন সাধারণ গৃহবধূর অসাধারণ হয়ে ওঠাকে কেন্দ্র করেই অর্জুন দত্তের “শ্রীমতী”। কেএসএস বা কান সিং সোধার প্রযোজনায় মুক্তি পাচ্ছে এই ছবিটি। ছবির মুখ্যভূমিকায় স্বস্তিকা মুখোপাধ্যায় , সোহম চক্রবর্তী ছাড়াও এই সিনেমার হাত ধরে বড়পর্দায় প্রথম পা রাখতে চলেছে তৃণা সাহা। ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে বরখা বিস্ত সেনগুপ্তকে।ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির একটি গান ‘শোন শোন’ এবং নতুন এই গানটি গেয়েছেন সোমলতা।