আগামীকাল থেকেই প্রাপ্তবয়স্কদের বুস্টার ডোজ 

Spread the love

স্নেহা শেঠ/ সংবাদ সংস্থা:রবিবার থেকেই প্রাপ্তবয়স্কদের বুস্টার টিকা দেওয়ার কথা জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সঙ্গে এও বলা হয়েছে, এই টিকা আপাতত শুধু বেসরকারি টিকাকরণ কেন্দ্র থেকেই মিলবে। কোভিশিল্ডের বুস্টার ডোজের দাম কর ছাড়া ৬০০ টাকা। এবং কোভোভ্যাক্স বুস্টার হিসাবে অনুমোদন পেলে দাম পড়বে কর ছাড়াই ৯০০টাকা। গত জানুয়ারি মাসের শুরুতে স্বাস্থ্যকর্মী এবং ষাটোর্ধ্বদের বুস্টার টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। এ বার ১৮ ঊর্ধ্বদেরও বুস্টার টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। আগামী ১০ এপ্রিল থেকে বুস্টার টিকা দেওয়া শুরু হবে। তবে বেসরকারি টিকাকরণ কেন্দ্র থেকেই তা নিতে হবে। সেরাম ইনস্টিটিউটের সিইও বলেন, ”আমাদের কাছে কোভোভ্যাক্সের এক কোটি টিকা প্রস্তুত রয়েছে। আশা করি নীতি আয়োগ আগামী ১০ দিনের মধ্যে এর ছাড়পত্র দিয়ে দেবে।” এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ”আমরা ইতিমধ্যেই গত দু’মাসে প্রায় ৪০ লক্ষ ডোজ কোভোভ্যাক্স রফতানি করেছি।” পুনাওয়ালা বলেন,”পুরো দেশকে আগামী তিন মাসের মধ্যে এই টিকা দেওয়া সম্ভব।”
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।