আর্থিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কা, বিক্ষোভ দেশজুড়ে

Spread the love

স্নেহা শেঠ/ সংবাদ সংস্থা:তীব্র অর্থনৈতিক সংকটের কবলে শ্রীলঙ্কা । নেই জ্বালানি। খরচ বাঁচাতে দিনে অন্তত ১০ ঘণ্টা বন্ধ রাখা হচ্ছে বিদ্যুত্‍। এরই প্রতিবাদে এবার পথে নামল সেদেশের মানুষ।কাগজের অভাবে দেশটির স্কুল পর্যায়ের পরীক্ষা বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। জ্বালানী তেলের তীব্র সংকট তৈরি হয়েছে দেশটিতে। তেল সংগ্রহের জন্য হাজার-হাজার মানুষ লাইনে ভিড় করেছেন। পরিস্থিতি সামাল দিতে দেশের পেট্রোল পাম্পগুলোতে সেনাবাহিনী মোতায়েন করেছে দেশটির সরকার। অর্থনীতির হাল ফেরাতে বর্তমানে শ্রীলঙ্কা সরকার শুধুমাত্র বিদেশ থেকে অপরিহার্য পণ্য আমদানির সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি বিশ্ববাজার থেকে নেওয়া ঋণের বোঝা কমাতে বর্তমানে শ্রীলঙ্কা সরকার ৪ বিলিয়ন ডলার ঋণ পরিশোধের লক্ষ্যমাত্রা নিয়েছে। এর ফলে গোটা শ্রীলঙ্কা জুড়ে তৈরি হয়েছে প্রবল খাদ্য ও জ্বালানি সঙ্কট। সাম্প্রতিক রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে গোটা বিশ্ব জুড়ে জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় তার রেশ পুরোমাত্রায় গিয়ে পড়েছে শ্রীলঙ্কা সরকারের ওপর। এদিকে প্রতিবেশী দেশের এই দুরবস্থায় পাশে দাঁড়িয়েছে ভারত। শ্রীলঙ্কাকে একশো কোটি ডলারের ঋণের সুবিধা দিতে চলেছে নয়াদিল্লি। সরকারি তরফে জানানো হয়েছে, ওই অর্থের বিনিময়ে আপাতত তাদের খাদ্যভাণ্ডার ও ওষুধের সরবরাহ পর্যাপ্ত রাখতে চাইছে কলম্বো।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।