ইউক্রেন ফেরত পড়ুয়াদের দেশেই ইন্টার্নশিপের ব্যবস্থা

Spread the love

  সংবাদ সংস্থা: রাশিয়ার ইউক্রেন হামলার কারণে দেশে ফিরতে বাধ্য হয়েছেন সেখানে পড়তে যাওয়া ডাক্তারি পড়ুয়ারা। তাঁরা ফেরার পর সকলের মাথাতেই একটা প্রশ্ন ঘুরছিল এবার তাহলে তাদের পড়াশোনার কী হবে! সেই কথা চিন্তা করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল দেশের মেডিকেল কমিশন। ইউক্রেন ফেরত পড়ুয়ারা পাবেন দেশেই ইন্টার্নশিপের সুযোগ। এমনকি যে মেডিকেল কলেজে ইন্টার্নশিপ করবে, সেই মেডিকেল কলেজগুলি কোনও ফি নেবে না।সাথে দেশের চিকিৎসকদের সমমর্যাদার সুযোগ-সুবিধা এবং বৃত্তিও পাবেন তাঁরা। উল্লেখ্য, একই মেডিকেল কলেজ থেকে স্নাতক এবং ১২ মাসের ইন্টার্নশিপ করার কথা ঘোষণা করেছিল জাতীয় মেডিকেল কমিশন। কিন্তু রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতির জেরে নিয়মে বদল আনা হয়েছে। সেখানে বলা হয়েছে, বিদেশ থেকে কয়েকজন স্নাতক ফিরতে বাধ্য হয়েছেন। করোনা এবং যুদ্ধ পরিস্থিতির জেরে বিদেশ থেকে আসা স্নাতক পড়ুয়াদের অবস্থার কথা বুঝতে পেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শুধুমাত্র যারা স্নাতক পাশ করেছেন, তাঁরা এই সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। তাঁদের আবেদনের ভিত্তিতেই ইন্টার্নশিপের সুযোগের ব্যবস্থা করা হবে। যারা স্নাতক পাশ করেননি তাঁদের ক্ষেত্রে কী সিদ্ধান্ত নেওয়া হবে তা এখনও জানা যায়নি
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।