ঈদের আবহে সংঘর্ষ যোধপুরে

Spread the love

অঙ্কিতা মাইতি/ সংবাদ সংস্থা: যোধপুর শহরের জালোরি গেট এলাকায় ঈদের আগের দিন সোমবার মধ্যরাতে ব্যাপক হাঙ্গামার জন্য আইন-শৃঙ্খলা রক্ষায় সমগ্র জেলায় ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।এছাড়া পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পুলিশকে লাঠিচার্জ এবং কাদানে গ্যাসের শেলও ছুঁড়তে হয়।রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট টুইট করে তিনি লেখেন, “দুর্ভাগ্যজনক যে যোধপুরের জালোরি গেটে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের কারণে উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রশাসনকে যেকোনও মূল্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যোধপুর, মাড়োয়ারের ঐতিহ্য ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ। শ্রদ্ধার সঙ্গে আমি শান্তি বজায় রাখতে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার জন্য সকল পক্ষের কাছে একটি মর্মস্পর্শী আবেদন করছি।”সূত্র থেকে জানা গেছে,যোধপুর শহরের প্রাণকেন্দ্র জালোরি গেটে পতাকা বসানো নিয়ে এই ঝামেলার শুরু এবং আপাতত জালোরি গেটের সব রাস্তা বন্ধ রেখেছেন পুলিশরা।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।