উচ্চমাধ্যমিকের মধ্যেই উপনির্বাচন, ফের কি বদল সূচিতে? 

Spread the love

স্নেহা শেঠ/ সংবাদ সংস্থা: উচ্চ মাধ্যমিক পরীক্ষার মধ্যেই উপনির্বাচন পড়েছে। ফলে পরীক্ষার সূচি নিয়ে তৈরি হয়েছে আবারও ধোঁয়াশা। ১২ তারিখ নির্বাচন। এদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে ১১ ও ১৩ তারিখ। তাই ধন্দে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। কয়েক দিন আগেই রুটিন পরিবর্তন করে সংশোধিত দিন ঘোষণা করেছে শিক্ষা সংসদ। ফের এইরকম ঘটনা ঘটায় চিন্তায় পড়েছে শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিক চলাকালীনই কীভাবে উপনির্বাচন? স্কুল শিক্ষা সচিবের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী। দ্রুত রাজ্য তার অবস্থান স্পষ্ট করবে। সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আপাতত জানাচ্ছে সংসদ । প্রথমে সংঘাত তৈরি হয়েছিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিয়ে। সেসময় পরীক্ষার দিন মিলে যাওয়ায়, বাধ্য হয়েই উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি বদল করতে হয়েছিল। ২ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। JEE Main 2022 পরীক্ষা সে সময় থেকে চালু হচ্ছে। ফলে একই সময়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। JEE মেইন পরীক্ষা ১৬ থেকে ২১ এপ্রিল পর্যন্ত ঘোষণা করা হয়েছিল। পরিবর্তিত সূচি অনুযায়ী, দুটি দিন নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে। ১৩, ১৬, ১৮ ও ২০ এপ্রিলের পরীক্ষাগুলির দিন পরিবর্তন করা হয়েছে। ১৩ তারিখে দর্শন ও সমাজবিজ্ঞানের যে পরীক্ষা ছিল, সেটাই বদলে হচ্ছে ১৮ এপ্রিল। মাঝে ১২ তারিখ নির্বাচন রয়েছে। সেটা নিয়েই সমস্যা তৈরি হচ্ছে। কয়েকটি পরীক্ষার সূচিতে বদল আসবে বলে মনে করা হচ্ছে। সংসদ অবশ্য তাতে সন্ধিহান। আপাতত সেটি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা চলবে। এদিকে আবারও জয়েন্টের দিন পরিবর্তন হয়। 16 এপ্রিল শুরু হওয়া পরীক্ষা 21 এপ্রিল থেকে শুরু হবে। পরীক্ষা চলবে 4মে পর্যন্ত। সোমবার বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষার নতুন দিন ঘোষণা করেছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।