এশিয়া শ্রেষ্ঠ হয়ে ইতিহাস গড়লেন বাঙালি সাঁতারু সায়নী 

Spread the love

শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা: এশিয়া শ্রেষ্ঠ হলেন বাঙালি সাঁতারু, বর্ধমানের সায়নী দাস। ভারত তথা এশিয়ার প্রথম মহিলা সাঁতারু হিসাবে হাওয়াই দ্বীপপুঞ্জের, মলোকাই চ্যানেল জয় করলেন তিনি। ইংলিশ চ্যানেল, রটনেস্ট, ক্যাটালিনা চ্যানেল আগেই জয় করেছিলেন, এবার মলোকাই চ্যানেল পার করে ইতিহাসের পাতায় নাম লেখালেন সায়নী।২০২০-র সেপ্টেম্বরে মলোকাই চ্যানেলে যাবার কথা ছিল সায়নীর। কিন্তু করোনা আবহের জেরেই বাতিল করতে হয় সেই কর্মসূচি। পরবর্তীকালে করোনা দাপট অনেকটা কেটে যাবার পর অবশেষে ২০২২ তে হাওয়াই দ্বীপপুঞ্জের ৪৪ কিমি দূরত্ব অতিক্রম করে এই চ্যালেঞ্জ হাসিল করেন সায়নী।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।