কাঁথি পুরভোটে ছাপ্পার অভিযোগে সিসিটিভি খতিয়ে দেখার নির্দেশ হাইকোর্টের

Spread the love

সৌম্যদ্বীপ দাস/ সংবাদ সংস্থা: কাঁথি পুরসভায় ছাপ্পাভোটের অভিযোগ -এ সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজের ফরেন্সিক পরীক্ষা করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।আগামী ১০ দিনের মধ্যে কাঁথি পুরসভার সমস্ত সিসিটিভি ফুটেজ সিএফএসএলের হাতে তুলে এওয়ার জন্য রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এই নির্দেশ দেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। একইসঙ্গে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের তরফে জানানো হয়েছে, আগামী ছয় সপ্তাহের মধ্যে সিসিটিভি ফুটেজ পরীক্ষার কাজ শেষ করতে হবে সিএফএসএল-কে। এর পর তারা রাজ্য নির্বাচন কমিশনকে মুখবন্ধ খামে এ বিষয়ে রিপোর্ট জমা দেবে। রাজ্য নির্বাচন কমিশনকে সেই রিপোর্ট আদালতের কাছে পেশ করতে হবে।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।