গণ ইস্তফা রুশ সাংবাদিকদের

Spread the love

সংবাদ সংস্থা: গ্রেফতারি থেকে জেল-হেফাজতের খাঁড়া ঝুলছে মাথার উপর। সে সবের তোয়াক্কা না করেই যুদ্ধের বিরোধিতা। সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে একজোটে প্রতিবাদ জানালে সম্প্রচার চলাকালীনই গণ ইস্তফা দিলেন রাশিয়ার একটি খবরের চ্যানেলের সংবাদকর্মীরা। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের ছবি তুলে ধরায় তাদের উপর কোপ বসানোর সিদ্ধান্ত নেয় রুশ সরকার। তাতেই সম্প্রচার চলাকালীন একজোট হয়ে সব কর্মীরা ইস্তফা দেন। যুদ্ধ থামলে তবেই ফিরবেন বলে জানান। রেইন চ্যানেল অন্যতম প্রতিষ্ঠাতা নাতালিয়া সিন্দেয়েভা জানান, চ্যানেলের শেষ অনুষ্ঠানে শো চলাকালীনই ‘নো টু ওয়ার’ এই বার্তা দিয়ে সমস্ত কর্মীরা স্টুডিয়ো থেকে বের হয়ে যান। কর্মীরা বেরিয়ে যাওয়ার পরই ‘সোয়ান লেক’-র ব্যালে নৃত্যের ভিডিয়ো দেখানো হয়। পরে চ্যানেলের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, অনির্দিষ্টকালের জন্য চ্যানেলের সম্প্রচার পরিষেবা বন্ধ করা হচ্ছে। ইতিমধ্যেই কর্মীদের ইস্তফা দেওয়ার এই চমকপ্রদ পন্থা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
উল্লেখ্য, ১৯৯১সালে যখন সোভিয়েত ইউনিয়নের পতন হয়, তখন সরকার পরিচালিত টিভি চ্যানেলে এই সোয়ান লেকের ভিডিয়োই দেখানো হয়েছিল। শুধু টিভি চ্যানেলই নয়, এখো মস্কি নামক একটি রেডিয়ো স্টেশনও ইউক্রেন নিয়ে খবর সম্প্রচার করায়, প্রশাসনের তরফে চাপ সৃষ্টি করে রেডিয়ো স্টেশনে বন্ধ করে দেওয়া হয়েছে।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।