চালু হচ্ছে লখনউ থেকে নেপালে “ধর্মীয় ট্যুর”  

Spread the love

শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা:  চালু হচ্ছে আন্তর্জাতিক “ধর্মীয় ভ্রমণ”  প্যাকেজ ।  লখনউ থেকে নেপাল পর্যন্ত কম খরচ এই ব্যবস্থা চালু করছে ভারতীয় রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) । এই বিষয়ে IRCTC-র চিফ রিজিওনাল ম্যানেজার (লখনউ) অজিত কুমার সিনহা জানান,এই প্রোগ্রামের অংশ হিসাবে‌ সাধারণ মানুষ এখানকার আমাউসি বিমানবন্দর থেকে বিমানে পৌছাবেন কাঠমান্ডু এবং নেপালে, তাদেরকে পশুপতিনাথ মন্দির, বৌধনাথ স্তূপ, দরবার স্কোয়ার ছাড়াও পোখরার বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হবে।প্যাকেজের সম্পর্কে জানা গিয়েছে,এই প্যাকেজের খরচ প্রতিজনের জন্য ৪৮,৫০০ টাকা এবং যদি দুজন একসঙ্গে প্যাকেজ বুক করেন তাহলে প্যাকেজটি মাথাপিছু ৩৯,০০০ টাকা। এছাড়া যদি তিনজন মিলে বুক করেন তাহলে দাম আরও কমবে। এই প্যাকেজ ছয় দিন এবং পাঁচ রাতের এই প্যাকেজ ১৯ জুন শুরু হবে ও শেষ হবে ২৪ জুন । সাথে এও জানা যাচ্ছে এই প্যাকেজের প্রতি মানুষের সাড়া কেমন মেলে তার উপর ভিত্তি করে এই ধরনের আরও পরিকল্পিত ভ্রমণের আয়োজন করা হবে বলে জানিয়েছেন সিনহা ।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।