জঙ্গলমহলে ফের প্রকাশ্যে পশুহত্যা শিকার উৎসবে

Spread the love

শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা: জঙ্গলমহলে ফের পশু হত্যা, শুরু শিকার উৎসব। রাজ্য সরকারের পক্ষ থেকে সাফ নির্দেশ দেওয়া হয়েছিল পশু হত্যার বিরুদ্ধে। কিন্তু শুনল আর কে? নির্দ্বিধায় চলল পশু বলি , প্রাণ হারাল নিরীহরা। কিছুদিন আগেই জঙ্গলমহলে আদিবাসীদের হাতে প্রাণ হারায় রয়েল বেঙ্গল টাইগার। তারপরেই নড়েচড়ে বসে প্রশাসন। কড়া হয় জঙ্গলমহলের পুলিশ প্রশাসন এবং বনদপ্তর বিভাগ। ‌লিফলেট বিলি ও সচেতনতার প্রচার চালান হয় পুলিশের পক্ষ থেকে এবং বারবার নিষেধাজ্ঞা জারি করা হয় শিকার উৎসব প্রতিরোধে। এরপরেও সমস্ত নিষেধাজ্ঞাকে উড়িয়ে দিয়ে রমরমিয়ে শুরু জঙ্গলমহলে  শিকার উৎসব। এই সাপেক্ষে আদিবাসী সম্প্রদায়ের যুক্তি, ‘এই বিষয়টি আমরা বন্ধ করতে পারব না। প্রশাসন বলছে ঠিকই কিন্তু আমরা শিকার তো করছি না, জঙ্গলে যাই, পুজো করি, দু’একটা বন শুয়োর মারি আর একটা বড় শিকারও করি। জঙ্গলে যাওয়া বন্ধ করতে পারব না।’ পাশাপাশি বনদফতরের এক বিট অফিসারের বক্তব্য, “আমরা চেষ্টা করেছি। এক মাস ধরে প্রচার করা হয়েছে। মানুষকে বোঝান হয়েছে। এটা ওদের সংস্কৃতি। আমরা জোর করে তাই ওদের বোঝাতেও পারছি না। জঙ্গলমহলের শিকার উৎসব বন্ধ করা যে প্রশাসনের কাছে যে কতটা চ্যালেঞ্জিং তা আবারো বুঝিয়ে  দিল  আদিবাসী সম্প্রদায়‌ ।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।