জঙ্গিদের আশ্রয়ের অভিযোগ, হাওড়ায় গ্রেফতার শিক্ষক

Spread the love

সংবাদ সংস্থা: হাওড়ায় JMB জঙ্গি সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করল রাজ্য পুলিশের STF। ধৃত আনিরুদ্দিন আনসারি মাদ্রাসার শিক্ষক। বাংলাদেশ থেকে আসা JMB জঙ্গিদের তিনি আশ্রয় দিয়েছিলেন বলে STF সূত্রে দাবি। জামাত-উল মুজাহিদিন বাংলাদেশের জঙ্গি সন্দেহে গ্রেফতার হলেন এক মাদ্রাসা শিক্ষক। হাওড়ার বাঁকড়া থেকে আনিরুদ্দিন আনসারিকে (সন্দেহভাজন জেএমবি জঙ্গি) গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্স। STF সূত্রে খবর, ২ বছর আগে পুরুলিয়া জেলার পারা এলাকায় থাকতেন আনিরুদ্দিন। সেখান থেকে আসেন হাওড়ায়। loja virtual বাঁকড়ার মুন্সিডাঙায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। স্থানীয় একটি মাদ্রাসায় পড়াতেন। এলাকায় ভাল মানুষ হিসেবেই পরিচিত ৩৮ বছরের আনিরুদ্দিন। কিন্তু আড়ালে তিনিই জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি STF সূত্রে। প্রসঙ্গত, বর্তমানে জেএমবি জঙ্গিদের ২টি গোষ্ঠী সক্রিয়। একটা ওল্ড জেএমবি। আরেকটি নিউ জেএমবি। এখন ধৃতরা কোন গোষ্ঠীর অন্তর্ভুক্ত, ধৃত আনিরুদ্দিন আনসারিকে জেরা করে তা জানতে চান তদন্তকারী অফিসাররা। পাশাপাশি, হাওড়ায় জঙ্গিগোষ্ঠীর কোনও মডিউল সক্রিয় রয়েছে কিনা, সবটাই ভাবাচ্ছে অফিসারদের।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।