জটিল হচ্ছে অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থা 

Spread the love

স্নেহা শেঠ/ সংবাদ সংস্থা:বীরভূমের জেলা তৃণমূল সভাপতি এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে চিকিত্‍সাধীন। তাঁর জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের চিকিত্‍সকরা মঙ্গলবার বৈঠক করেন। জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের অণ্ডকোষে সংক্রমণ ধরা পড়েছে। সেই সংক্রমণের চিকিত্‍সা শুরু হয়েছে।গরু পাচারকাণ্ডে পঞ্চম বার তলব পাওয়ার পর নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার দিনেই তাকে হাসপাতালে ভর্তি হতে দেখা যায়। তার চিকিত্‍সার জন্য তৈরি হয় মেডিকেল বোর্ড।কয়েকদিন ধরে শ্বাসকষ্ট, হৃদযন্ত্রের সমস্যা নিয়ে উডবার্ন ওয়ার্ডে ভর্তি অনুব্রত। কলকাতায় সিবিআই দফতরে হাজিরা দিতে বীরভূম থেকে এসেছিলেন তিনি।তাঁর একাধিক রক্ত পরীক্ষা, বুকের স্ক্যান করা হয়েছে। ফুসফুসের অবস্থাও খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতালে ভর্তি হওয়ার পর অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে।অনুব্রতর শারীরিক পরিস্থিতি-সহ নথি পাঠানো হয়েছে সিবিআইকে। সিবিআই বা আদালত নির্দেশ দিয়ে অনুব্রতর চিকিত্‍সা সংক্রান্ত যাবতীয় তথ্যই হাসপাতাল থেকে পাঠানো হবে বলে জানানো হয়েছে।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।