ট্রেনে যাত্রী যখন ঘোড়া

Spread the love

স্নেহা শেঠ/ সংবাদ সংস্থা:রাতের ডায়মন্ড হারবার লোকাল। মোটামুটি ভিড়। সেই ভিড়ের মধ্যেই যাত্রীদের গায়ে গা ঠেকিয়ে দাঁড়িয়ে একটি ঘোড়া। ছুটন্ত ট্রেনে নিশ্চল দাঁড়িয়ে সে।এমন দৃশ্যের সাক্ষী হলেন পূর্ব রেলের ডায়মন্ড হারবার শাখার যাত্রীরা। তাঁদেরই কেউ কেউ ঘোড়ার ট্রেন সফরের ছবি পোস্ট করেছেন নেটমাধ্যমে। মুহূর্তেই সেই ছবি ভাইরাল।এক প্রতক্ষ্যদর্শী জানিয়েছেন, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে একটি ঘোড়দৌড় প্রতিযোগিতা ছিল। সেই প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর এক ঘোড়ার মালিক তার পোষ্য নিয়ে চলে আসেন দক্ষিণ দুর্গাপুর স্টেশনে। তারপর ঘোড়া নিয়েই তিনি উঠে পড়েন ডায়মন্ড হারবার লোকালে। যাত্রীদের অনেকে অবশ্য আপত্তি জানিয়েছিলেন। তবে সে সবে কর্ণপাত না করেই তিনি ট্রেনে উঠে পড়েন।যদিও এই ঘটনায় অনেকেই রেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের অভিযোগ, আরপিএফ বা স্টেশন কর্তৃপক্ষের কোনও নজরদারি নেই। এই বিষয়ে কোনও মন্তব্যই করেননি স্টেশন কর্তৃপক্ষ। তারা এই বিষয়ে কিছুই জানেন না বলে দাবি। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী আবার জানান, রাত পর্যন্ত তাঁদের কাছে এমন কোনও খবর নেই|
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।