ডিজিটাল রেশন কার্ড না থাকলে আর নয় কেরোসিন

Spread the love

অঙ্কিতা মাইতি/ সংবাদ সংস্থা: জ্বালানি থেকে শুরু করে গ্যাসের দাম বর্তমান বাজারে আকাশছোঁয়া। শেষমেষ বহুমানুষের ভরসা হয়ে দাঁড়িয়েছে কেরোসিন তেল। কিন্তু জুন মাস থেকে ডিজিটাল রেশন কার্ড না থাকলে দেওয়া হবে না কেরোসিন তেল, জানালো খাদ্য দপ্তর। কার্ড পিছু দেড়শো মিলিলিটার কেরোসিন পাওয়া যায় মাসে কিন্তু জুন মাস থেকে ডিজিটাল কার্ড না থাকলে সেটুকুও জুটবে না।কিন্তু ডিজিটাল রেশন কার্ডে ৫০০ মিলিলিটার বা তার বেশি পরিমাণে কেরোসিন তেল পাবেন গ্রাহক। তবে দার্জিলিংয়ের জন্য এখন এই নিয়মে ছার আছে বলেই জানিয়েছে খাদ্য দপ্তর। প্রায় ১৬ লক্ষ্যের কাছাকাছি মানুষ এই কার্ড পায়নি বলে জানা গিয়েছেতাঁদের অধিকাংশই দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, সল্টলেক, দার্জিলিঙের বাসিন্দা। সকল উপভোক্তারা যাতে খুব শীঘ্রই এই কার্ড পেতে পারে তার ব্যাবস্থা করার জন্য পদক্ষেপ নিচ্ছে খাদ্য দপ্তর।এমনিতে আপাতত ডিজিটাল কার্ড না থাকলে রাজ্যে খাদ্যশস্য পাওয়া যায় না। ডিজিটাল কার্ড থাকলে তবেই চাল, গম, ডাল পাওয়া যায়। তবে কেরোসিন ডিলারদের এই নয়া সিদ্ধান্তে একদমই সন্তুষ্ট নন। তাদের বক্তব্য এখনও অনেক মানুষের কাছে এই কার্ড নেই তারা কাগজের কার্ডে কেরোসিন নেন।এবার নয়া নিয়মে তাঁদের সমস্যায় পড়তে হতে পারে। তবে খাদ্য দপ্তরের এক আধিকারিক স্পষ্ট জানিয়েছেন,এই সিদ্ধান্ত আর বদল হবার নয়।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।