তীর্থযাত্রীদের জন্য স্পেশাল ট্রেন

Spread the love

  নিজস্ব প্রতিবেদন: ভ্রমণপ্রেমীদের জন্য ভালো খবর। দক্ষিণ ভারত ভ্রমণের জন্য তীর্থযাত্রী স্পেশাল ট্রেন চালানোর কথা জানাল ভারতীয় রেল। ফের চালু করতে চলেছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন লিমিটেড (IRCTC)। আইআরসিটিসি (ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন) তরফ থেকে জানানো হয়েছে, এবার কলকাতা থেকে কন্যাকুমারী পর্যন্ত প্যাকেজ ট্যুরের পরিকল্পনা করা হয়েছে। এই যাত্রা আগামী ২০ মার্চ থেকে শুরু হবে। মাথাপিছু খরচ হবে ১০ হাজার টাকার কিছু বেশি। আগামী ২০ মার্চ ২০২২ মুঙ্গের থেকে ছাড়বে ট্রেনটি। দক্ষিণ ভারতের তিরুপতি বালাজি, মাদুরাই, রামেশ্বর, কন্যাকুমারী, পুরী ঘোরাবে ট্রেনটি । এই যাত্রাপথে যাত্রীরা সাঁতরাগাছি, ভাগলপুর, কাহালগাঁও, শিবগঞ্জ, তিনপাহাড়, ভারহারওয়া, পাকুড়, রামপুরহাট, বোলপুর, বর্ধমান, ডানকুনি, আন্দুল, মেচেদা, খড়্গপুর প্রভৃতি স্টেশন থেকে যাত্রীরা ভ্রমণসঙ্গী হতে পারবেন। মোট ১১ দিনে এই যাত্রা সম্পূর্ণ হবে। এই সফরকে দু’টি ভাগে ভাগ করা হয়েছে। জেনারেল বিভাগে জনপ্রতি দশ হাজার তিনশো পঁচানোব্বই টাকা খরচ হবে এবং স্পেশাল বিভাগে সতেরো হাজার তিনশো পঁচিশ টাকা নেওয়া হবে বলেই রেলের তরফে জানান হয়েছে। নিরামিষ খাবার খেতে দেওয়া হবে এই ট্রেনে। এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.irctctourism.com- এই ওয়েবসাইট থেকে। এ ছাড়াও রেলের তরফে এই যাত্রার তথ্য জানার জন্য ৯০০২০৪০১০৮ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। পাশাপাশি ফিজিক্যালি বুকিং করতে হলে পূর্ব রেলের কয়লাঘাটার অফিস, ভাগলপুর ও খড়্গপুর ডিভিশন অফিসে যেতে হবে। সেখান থেকে বুকিং করতে পারবেন। আইআরসিটিসি জানিয়েছে, মূলত দক্ষিণ ভারতকে ফোকাস করেই এই ‘দক্ষিণ ভারত পিলগ্রিম স্পেশাল ট্যুরিস্ট ট্রেন’ চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরো প্যাকেজটি ১০ রাত ও ১১ দিনের। তিরুপতি, মাদুরাই, রামেশ্বরম, কন্যাকুমারী থাকবে এই তালিকায়। স্লিপার ক্লাসের জন্য মাথাপিছু খরচ পড়বে ১০ হাজার ৩৯৫ টাকা। থার্ড এসি ক্লাসের জন্য যাত্রীপিছু খরচের পরিমাণ ১৭ হাজার ৩২৫ টাকা।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।