তেল আমদানি নিয়ে আমেরিকার সমালোচনার জবাব বিদেশমন্ত্রীর

Spread the love

সৌম্যদ্বীপ দাস/ সংবাদ সংস্থা:তেল আমদানি নিয়ে আমেরিকার সমালোচনার জবাব দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। প্রসঙ্গত,রাশিয়ার ইউক্রেন আগ্রাসন নিয়ে গোটা দেশ দ্বিধাভক্ত। ভারত সরাসরি কোনও দেশকে সমর্থন না করলেও বার বার রাষ্ট্রসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোটদান থেকে বিরত থেকেছে। রাশিয়ার বিরুদ্ধে ভারতকে পাশে না পাওয়ায় পশ্চিমি দেশগুলো বার বার রাশিয়া থেকে তেল আমদানি করার জন্য ভারতকে কাঠগোড়ায় দাঁড় করিয়েছে। এমনকি রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করতে আমেরিকা থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল, ভারত চাইলে তাদের থেকেই তেল আমদানি করতে পারে। এবার সেই প্রসঙ্গেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট জানালেন, গত এক মাসে ভারত রাশিয়া থেকে যে পরিমাণ তেল আমদানি করেছে, ইউরোপ একবেলায় তার থেকে বেশি তেল আমদানি করেছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, মার্কিন বিদেশ সচিব টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে এতদিন ধরে চলা সমস্ত সমালোচনার উত্তর দেন তিনি।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।